বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

বাংলাদেশে বার্সেলোনার জার্সি তৈরির সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক বিখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে তৈরি পোশাকের আলাদা কদর করে থাকে সাধারণত। যার কারণে এশিয়ার এই দেশ থেকে সেবা নিতে এবার সেই তালিকায় যোগ হচ্ছে বিশ্ববিখ্যাত ক্লাব এফসি বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির আগামী মৌসুমের জার্সি তৈরি হতে পারে বাংলাদেশের বুকে। এরইমধ্যে দেশের ফ্যাক্টরি পরিদর্শনেও এসেছিল ক্লাবটির প্রতিনিধিরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর খবরে বলা হয়েছে, চলতি মৌসুমের এখনও সময় বাকি থাকতেই পরের মৌসুমে জার্সি তৈরি এবং বিপণনের দিকে নজর দিতেও আগ্রহী বার্সেলোনা। যার সম্ভাব্য এক বিকল্প হিসেবে বাংলাদেশে নজর রাখছে বার্সেলোনা। একইসঙ্গে নজরে আছে চীনের দিকেও। দুই দেশেই বার্সার প্রতিনিধিরা ঘুরে এসেছেন।

সাম্প্রতিক সময়ে বার্সেলোনার সঙ্গে তাদের জার্সির স্পন্সর প্রতিষ্ঠান নাইকির সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। নিজেদের পুরাতন স্পন্সর নাইকির সঙ্গে ২৬ বছরের পুরাতন সম্পর্ক ছেড়ে আসতে চাইছে ক্লাবটি। এএস স্পোর্টসের খবর, জার্মান ক্রীড়াসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান পুমার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছে ক্লাবটি।

সম্প্রতি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা বেশ কড়া ভাষাতেই নাইকি সম্পর্কে মন্তব্য করেছিলেন। গুঞ্জন রয়েছে, বার্সেলোনা তাদের নতুন জার্সির জন্য যেতে পারে পুমার কাছে। সেখানে প্রতি বছর ২১৬ মিলিয়ন ডলার বা ২০০ মিলিয়ন ইউরো আয় করবে বার্সেলোনা। তবে ঠিক কত বছরের জন্য দুই পক্ষ চুক্তিতে সম্মত হচ্ছে, তা নিয়ে আছে প্রশ্ন।

আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন এমবাপ্পে, নতুন গন্তব্য কোথায়?

এদিকে নাইকির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও আরেক বিকল্প হিসেবে নিজস্ব পদ্ধতিতেও জার্সি তৈরির কথা ভাবছেন লাপোর্তা। নাইকির সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়া এবং নতুন স্পন্সরের পাশাপাশি বার্সেলোনার নিজস্ব ব্যবস্থায় দ্বারা আসতে পারে নতুন জার্সি। আর তারই অংশ হিসেবে ঢাকায় গার্মেন্টস কারখানা ঘুরে গিয়েছে বার্সার ক্লাব অফিসিয়ালরা।

বিভিন্ন গণমাধ্যমের দাবি খুব শীঘ্রই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান দেবে বার্সেলোনা। এক্ষেত্রে মাথায় রাখতে হবে বার্সার বর্তমান চুক্তির কথাও। ২০২৮ সাল পর্যন্ত নাইকির সঙ্গে চুক্তি আছে কাতালান জায়ান্টদের। এরমাঝে তারা চুক্তিভঙ্গ করলে নাইকিকে জরিমানাও দিতে হতে পারে।

এসকে/ 


এফসি বার্সেলোনা জার্সি তৈরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250