মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিকিমের পাহাড়ে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছেন মধুমিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী মধুমিতা সরকার নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। যদিও তার খোলামেলা পোশাকের জন্য ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর পুনরায় সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেত্রী। প্রেমিক দেবমাল্যর সঙ্গে সিকিমের পাহাড়ে সময় কাটাচ্ছেন তিনি। পাহাড় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন নিজেদের নানা মুহূর্ত। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ হাসিখুশি খোশ মেজাজে ধরা দিয়েছেন এ জুটি। ছবি শেয়ার করে মধুমিতা ক্যাপশনে লেখেন, ‘এই পাঁচ মাসে জীবন বদলেছে। তবে এক মুহূর্তের জন্য একঘেঁয়েমি মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি।’ 

‘প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’

মধুমিতা লেখেন, ‘কোথায় কোথায় ঘুরছি, তার থেকেও ভ্রমণের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কার সঙ্গে ঘুরছি। আরও কিছু স্মরণীয় মুহূর্ত। তোমার সঙ্গে সবটাই বাড়ির মতো মনে হয়। তুমিই আমাকে জগৎ চিনিয়েছ।’

রবি.হক/এইচ.এস

পাহাড়ে প্রেমিকের সঙ্গে মধুমিতা সরকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250