সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

পাকিস্তানে 'পোলিও টিকা মুসলমানদের সন্তানধারণ ঠেকানোর ষড়যন্ত্র'

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৫৩ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বুধবার (১৫ই অক্টোবর) পোলিও টিকা কর্মীদের পাহারা দেওয়া এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে ‘সন্ত্রাসীরা’—টানা দুই দিনে এমন দ্বিতীয় হামলার ঘটনা এটি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পাকিস্তান ও আফগানিস্তান- পাশাপাশি এ দুটি দেশে এখনো পোলিও ভাইরাস স্থানীয়ভাবে বিদ্যমান। তবে গত এক দশকে জঙ্গিরা শত শত পুলিশ ও স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে, যা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ। খবর দ্য ডনের।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় বুধবারের হামলাটি ঘটে, যেখানে পুরো দেশব্যাপী চার কোটি ৫০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিনের কর্মসূচি চলছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিলাল খান এএফপিকে বলেন, ‘দুজন সশস্ত্র সন্ত্রাসী পোলিও টিমের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

তিনি জানান, পোলিও টিমের কেউ হতাহত হয়নি। হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামের একটি দল, যা পাকিস্তানি তালেবানের স্থানীয় শাখা।

পাকিস্তানে গত বছর পোলিও সংক্রমণ হঠাৎ বেড়ে ৭৪ জনে দাঁড়ায়, যেখানে ২০২৩ সালে তা ছিল মাত্র ৬ জন। এ বছর এখন পর্যন্ত ২৯ জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১৮ জনই খাইবার পাখতুনখোয়া প্রদেশের।

পোলিও একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস, যা সাধারণত পাঁচ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে এবং আজীবন পঙ্গুত্ব ডেকে আনতে পারে। অথচ এটি প্রতিরোধ করা যায় মাত্র কয়েক ফোঁটা ওরাল ভ্যাকসিনের মাধ্যমে।

পাকিস্তানে এখনো এ টিকা নিয়ে নানা ভ্রান্ত ধারণা ছড়ানো আছে—অনেকে বিশ্বাস করেন, এটি মুসলমানদের সন্তানধারণ ঠেকাতে সিআইএর ষড়যন্ত্র।

উল্লেখ্য, এক মাস আগেই পাকিস্তান সরকার মেয়েদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা কার্যক্রম শুরু করে, যা একইভাবে ভ্রান্ত ধারণার শিকার হয়।

জে.এস/

পোলিও টিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250