শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

লাল চুলধারী মানুষের উৎসব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জগৎজুড়ে নানা বর্ণের মানুষ আর তাদের নানা রঙের চুল—শুধু এই চুল নিয়ে নেদারল্যান্ডসে গত সপ্তাহে আয়োজন করা হয়েছিল দারুণ এক উৎসবের। দেশটির দক্ষিণের শহর টিল-বুর্খে অনুষ্ঠিত হওয়া এই উৎসবের নাম ‘রেডহেড ডেস ফেস্টিভ্যাল’। খবর এপির।

প্রতিবছর আগস্ট মাসের শেষ সপ্তাহে এ উৎসবের আয়োজন হয়। সারা বিশ্ব থেকে হাজার হাজার লাল চুলের মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে উৎসবে যোগ দেন।

তিন দিন ধরে চলে উৎসব। থাকে গান, খাওয়াদাওয়া। কীভাবে লাল চুলের যত্ন নিতে হবে, তা–ও শেখানো হয়। এ ছাড়া কীভাবে মেকআপ করবেন বা ত্বকের যত্ন নেবেন, সে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকে। ত্বকের ক্যানসার প্রতিরোধবিষয়ক শিক্ষাও দেওয়া হয়।

গত শুক্রবার উৎসবের প্রথম দিন আয়োজকেরা বলেছিলেন, এ বছর বিশ্বের অন্তত ৮০টি দেশ থেকে কয়েক হাজার মানুষ তিন দিনের এই আয়োজনে অংশ নেবেন বলে তারা আশা করছেন।


১৫ বছর ধরে এই উৎসবে আসছেন এলুন্ডা বাক্কার। তিনি বলেন, ‘প্রথমবার আমি মূলত কৌতূহল থেকে এখানে এসেছিলাম। শুধু এটা দেখতে চেয়েছিলাম যে ভিড়ের মধ্যে আলাদা করে কারও চোখে না পড়লে কেমন লাগে।’

উৎসবটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নেই। তবে উৎসবের শেষ দিন গত রোববার গ্রুপ ছবি তোলার সময় সবাই তাতে অংশ নিতে পারেননি। শুধু যাদের চুল প্রাকৃতিকভাবে লাল, তারাই ছবি তুলতে পারেন।

২০১৩ সালের রেডহেড ডেস উৎসবে ‘প্রাকৃতিক লাল চুলওয়ালা মানুষের সবচেয়ে বড় সমাবেশ’ শিরোনামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়। সেবার গ্রুপ ছবিতে ১ হাজার ৬৭২ জন অংশ নিয়েছিলেন।

রেডহেড ডেস ফেস্টিভ্যাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250