আজ বুধবার (১১ই জুন) সন্ধ্যায় চোখের জলে মাকে শেষ বিদায় দেন সাংবাদিক ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত
চোখের জলে মাকে শেষ বিদায় দিলেন সাংবাদিক ফারজানা রূপা। আজ বুধবার (১১ই জুন) সন্ধ্যায় প্যারোলে মুক্তি পেয়ে সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও তার স্বামী শাকিল আহমেদ রাত ৯টার দিকে ময়মনসিংহের সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার (১০ই জুন) সন্ধ্যা ৭টার দিকে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সাংবাদিক ফারজানা রূপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। বুধবার বাদ আছর বাড়িতে হোসনে আরা বেগমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় আলাদা কারাগারে বন্দী এ সাংবাদিক দম্পতিকে জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয় বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক মো. আলাউদ্দিন।
তিনি আরও বলেন, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক (একাত্তর টিভি) ফারজানা রূপা গাজীপুরের কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
সাংবাদিক ফারজানা রূপার ভাগ্নে নবনীল সরকার বলেন, তারা প্যারোলে মুক্তি পেয়ে রাত ৯টার দিকে বাড়িতে আসেন। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
গতকাল সন্ধ্যা ৭টার হোসনে আরা বেগম মারা যান। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। গত ২১শে আগস্ট এ দুই সাংবাদিককে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন