বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র প্যাকেজ পাচ্ছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

তাইওয়ানের সঙ্গে রেকর্ড ১১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি চুক্তির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জন্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র প্যাকেজ এটি। তাইওয়ানের ওপর চীনের সামরিক ও কূটনৈতিক চাপের মধ্যে ট্রাম্প প্রশাসন এই ঘোষণা দেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান প্রশাসনের অধীনে এটি তাইওয়ানের জন্য দ্বিতীয় অস্ত্র বিক্রির ঘোষণা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র প্যাকেজে মোট আটটি আইটেম রয়েছে। এর মধ্যে আছে হাইমার্স রকেট সিস্টেম, হাউইটজার কামান, জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক মিসাইল, আল্টিয়াস লয়টারিং মিউনিশন ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ানকে পর্যাপ্ত আত্মরক্ষার সক্ষমতা বজায় রাখার জন্য শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কৌশলগত সুবিধা কাজে লাগাতেও সহযোগিতা করছে ওয়াশিংটন।

তবে, মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় থাকা অস্ত্র বিক্রির প্যাকেজটি এখনো কার্যকর হয়নি। রয়টার্স জানায়, তাইওয়ানের জন্য কংগ্রেসে সব রাজনৈতিক দলের ব্যাপক সমর্থন রয়েছে।

তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে পৃথক বিবৃতি দিয়েছে মার্কিন প্রতিরক্ষাদপ্তর পেন্টাগন। এতে বলা হয়, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয়, অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থে গুরুত্বপূর্ণ।

তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র কারেন কুও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমাদের দেশ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করবে এবং নিজেদের রক্ষা করার দৃঢ় সংকল্প প্রদর্শন করবে। শক্তির মাধ্যমে শান্তি রক্ষা করাই আমাদের লক্ষ্য।'

জে.এস/

তাইওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250