বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

লাস পালমাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

লা লিগার শিরোপার লড়াই জমে উঠেছে। আগের ম্যাচ ভ্যালেন্সিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই শীর্ষস্থান ছেড়ে দিতে হলো তাদের। লাস পালমাসকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

শনিবার (২২শে ফেব্রুয়ারি) এস্তাদিও দে গ্রান ক্যানারিয়ায়  স্বাগতিক লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। বদলি নামা দানি ওলমো এবং ফেরান তোরেস বার্সার পক্ষে গোল দুটি করেন।

এবারের লিগে প্রথম সাক্ষাতে তেতো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল হ্যান্সি ফ্লিকের দল। ফিরতি দেখাতেও লাস পালমাসের জমাট রক্ষণের সামনে ভুগতে হয়েছে বার্সাকে। বিপরীতে স্বাগতিকরা বেশ আতঙ্ক ছড়াচ্ছিল। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগটি পায় স্বাগতিকরাই। কিন্তু স্তেফান বাজেটিচের শট ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক ভয়চেক সেজনি। এর দুই মিনিট পর লেভানদোভস্কির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ষষ্ঠ মিনিটে ফ্রি-কিকও কাজে লাগাতে পারেননি এই পোলিশ স্ট্রাইকার।

আরো পড়ুন : কষ্টের জয়ে শীর্ষে বার্সেলোনা

১৪ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারতো লাস পালমাস। কিন্তু সান্দ্রো রামিরেজের শট কর্নারের বিনিময়ে ঠেকান সেজনি। সেই কর্নার থেকে মিক্যা মার্মারের শট জুলস কুন্দের পায়ে লেগে বাইরে চলে যায়। ২৫ মিনিটে পালমাসের আলবার্তো মোলেইরার শট এবং ৩২ মিনিটে বার্সার লামিনে ইয়ামালের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

৬১ মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনিয়ার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তবে পরের মিনিটেই চমৎকার হেডে ডেডলক ভাঙেন বদলি নামা ওলমো। ইয়ামালের পাস নিয়ন্ত্রণে নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান এই স্প্যানিশ উইঙ্গার। চলতি মৌসুমে লিগে ১৫ ম্যাচে ৬ গোল করেছেন ওলমো।

৭১ মিনিটে ইয়ামালের আরেকটি ক্রসে লেভানদোভস্কির হেড ঠেকিয়ে দেন পালমাসের গোলরক্ষক। ২ মিনিট পর ফের আরেকটি সুযোগ নষ্ট করেন তিনি।

৮০ মিনিটে স্বাগতিকদের অ্যালেক্স সুয়ারেসের শট বার্সার ডি-বক্সে এরিক গার্সিয়ার হাতে লাগলে পেনাল্টির আবেদন করে তারা। এই নিয়ে মাঠে বেশ উত্তেজনাও দেখা দেয়। যে কারণে হলুদ কার্ড দেখেন সুয়ারেস ও বার্সার ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে রেফারি ভিএআর দেখে পেনাল্টির সম্ভাবনা নাকচ করে দেন। আক্রমণ তৈরির সময় শুরুতেই অ্যালেক্স মুনোস অফসাইডে ছিলেন।

নির্ধারিত সময়ের ৫ মিনিট বাকি থাকতে বদলি হিসেবে নামেন তোরেস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে গোল করেন তিনি।

এই জয়ে ২৫ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫১ পয়েন্ট নিয়ে তিনে।

২৫ ম্যাচে ৫ জয় ও  ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে লাস পালমাস। 

এস/ আই.কে.জে

বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250