বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** শীতে পিঠ ব্যথা করে—টাইম ম্যাগাজিনকে তারেক রহমান *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’

মা হওয়ার গুজবে আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত বুবলীর

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন। লাগাতার মা হওয়ার গুজব ছড়িয়ে যাচ্ছেন নেটিজেনরা। এ ট্রল হওয়া সত্ত্বেও এতদিন নীরবে তা সহ্য করেছেন অভিনেত্রী। এবার আর চুপ থাকতে নারাজ তিনি। মা হওয়ার গুজব ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান চান বুবলী।

অবশেষে আইনি পথে হাঁটার কথা জানালেন অভিনেত্রী। সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথাই জানান বুবলী। 

অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। সহকর্মীদের অনেকে আগেই আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে— চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। 

তিনি বলেন, সামাজিক মাধ্যমে যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে— এটি করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার কখনই থামবে না। 

অভিনেত্রী বলেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন, যা খুবই দুঃখজনক।  তিনি বলেন, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করছে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। 

অভিনেত্রী শবনম বুবলী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মা হওয়ার গুজব ছড়াতে থাকে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশের দাবি— সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান অভিনেত্রী। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রল। 

জে.এস/

শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250