বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’ *** ‘আই লাভ মুহাম্মদ’ বলায় ভারতে মুসলিমদের সঙ্গে যা ঘটছে *** বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু *** বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আইন উপদেষ্টা *** ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার সব কিছু করছে: প্রধান উপদেষ্টা *** বাবা হয়েছেন গায়ক জেমস, জানালেন নতুন বিয়ের খবর *** আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার *** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয়

শিল্পকলার মঞ্চে আসছে নতুন নাটক ‘মুখোমুখি’

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

‘মুখোমুখি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও একটি নতুন নাটক। নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল শুক্রবার, ২৫শে জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।

মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করেন, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এ নাটকে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।

পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জে.এস/

শিল্পকলা একাডেমি মঞ্চ নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250