ফাইল ছবি (সংগৃহীত)
ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা। ভারতীয় সিনেমার অন্যতম সফল এ অভিনেত্রী এবার নতুন সিনেমা নিয়ে পর্দায় আসছেন। ‘মায়সা’ শিরোনামের এ ছবিতে ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমার প্রধান মুখ হিসেবে অভিনয় করেছেন এ তারকা। খবর ইন্ডিয়া টুডের।
গতকাল শনিবার (২৭শে জুন) সিনেমার প্রথম লুক প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন রূপে দেখা গেছে তাকে। প্রথম লুকে রাশমিকাকে একজন তীব্র, রুক্ষ, আহত অদম্য নারীরূপে ফুটিয়ে তোলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এ সিনেমাটির মাধ্যমে নিজের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ বাঁক নিতে যাচ্ছেন তিনি।
প্রকাশিত পোস্টারে দেখা যায় রাশমিকার মুখ রক্তমাখা, চুল এলোমেলো, হাতে তলোয়ার-আর চোখে জ্বলছে যুদ্ধের আগুন। যেন গর্জে উঠছেন প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করতে। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, ‘দৃঢ়তায় গড়া, অটল ইচ্ছাশক্তিতে ভরপুর, সে গর্জে ওঠে। এটা কেবল শোনার জন্য নয়, ভয় জাগানোর জন্য।’
রাশমিকা নিজেও ফার্স্ট লুক শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমি সবসময় চেষ্টা করি আপনাদের নতুন কিছু উপহার দিতে। ভিন্ন কিছু, দারুণ কিছু করতে আর ‘মাইসা’ ঠিক তেমনই এক প্রজেক্ট। এমন একটি চরিত্র, যা আগে কখনও করিনি। এমন এক জগৎ, যেটা আমিও আগে দেখিনি। এ চরিত্রটা তীব্র, রুক্ষ। আমি একদিকে নার্ভাস, অন্যদিকে অসম্ভব রোমাঞ্চিত। এটা কেবল শুরু… ।
ছবিটির নির্মাতা রাওয়িনদ্রা পুল্লে। পরিচালকের মতে, এটি হবে রাশমিকার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী চরিত্রগুলোর একটি, যেখানে প্রথমবার এককভাবে সিনেমার মুখ্য ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে।
খবরটি শেয়ার করুন