বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

কার রেসিংয়ে ক্যারিয়ারের সেরা সাফল্য পেলেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন রেকর্ড গড়লেন ব্র্যাড পিট। তার চার দশকের ক্যারিয়ারে সর্বোচ্চ সাফল্য এনে দিল নতুন সিনেমা ‘এফ ওয়ান’। গত ২৭শে জুন মুক্তি পাওয়া এফ ওয়ানের বক্স অফিস কালেকশন ছাড়িয়ে গেছে তার আগের সব সিনেমাকে। শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ের গল্প দিয়েই ক্যারিয়ারের সেরা সাফল্য পেলেন ব্র্যাড পিট। খবর ভ্যারাইটি ও বিবিসির।

‘ওয়ার্ল্ড ওয়ার জেড’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’, ‘ওশানস ইলেভেন’ ও ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’—এত দিন এগুলোই ছিল ব্র্যাড পিটের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা।

২০১৩ সালে মুক্তি পাওয়া ওয়ার্ল্ড ওয়ার জেড আয় করেছিল ৫৪০ মিলিয়ন ডলার। এই জম্বি থ্রিলার এক যুগ ধরে ছিল ব্র্যাড পিটের সর্বোচ্চ আয় করা সিনেমা। ২০২৫ সালে এসে সে রেকর্ড ভেঙে দিল এফ ওয়ান। ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত নির্মাতা জোসেফ কোসিনস্কি পরিচালিত এফ ওয়ান এ পর্যন্ত আয় করেছে ৫৪৫ দশমিক ৬ মিলিয়ন ডলার।

স্পোর্টস সিনেমা এফ ওয়ানে ব্র্যাড পিট অভিনয় করেছেন সনি হেইসের চরিত্রে। নব্বইয়ের দশকে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতার বিখ্যাত রেসার ছিল সে। এক দুর্ঘটনার পর রেসের মাঠ থেকে অবসর নিতে হয় তাকে। একসময়ের প্রতিভাবান রেসার এখন ভবঘুরে আর জুয়াড়ি। নিউইয়র্কে মাঝেমধ্যে তাকে ট্যাক্সি চালাতেও দেখা যায়। কিন্তু স্টিয়ারিং হুইল হাতে পেলে এখনো হয়ে ওঠে বেপরোয়া।

একদিন সনি হেইসের সঙ্গে দেখা করতে আসে তার সাবেক সহকর্মী রুবেন। একটি টিম রয়েছে রুবেনের, কিন্তু ফর্মুলা ওয়ানে বারবার হেরে টিমটি হারিয়ে যাওয়ার পথে। সনিকে সে প্রস্তাব দেয় আবার রেসের মাঠে ফেরার জন্য। তার টিমকে রক্ষা করার জন্য। সনি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত যোগ দেয় র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা সেই টিমে।

টিমে ফিরে অন্যদের তির্যক মন্তব্যের মুখোমুখি হতে হয় সনিকে। আরও এক প্রতিভাবান চালক জশুয়ার সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু হেরে যায় না সনি। শেষ পর্যন্ত ছিনিয়ে আনে জয়। এই জয়ের গল্প দিয়েই বক্স অফিসে সাফল্যের গল্প লিখলেন ব্র্যাড পিট।

জে.এস/

হলিউড অভিনেতা ব্র্যাড পিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250