রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বয়স কমানোর ওষুধ নিতেন বলিউডের ‘কাঁটা লাগা’ গানের শেফালি, এরপর...

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৫

#

অভিনেত্রী শেফালি জরিওয়ালা। ছবি: সংগৃহীত

বলিউডের অভিনেত্রী ও ‘কাঁটা লাগা’ গানের মডেল শেফালি জরিওয়ালা গত শুক্রবার (২৭শে জুন) রাতে মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। শেফালির আকস্মিক মৃত্যুতে চলমান তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, জব্দ করা প্রমাণ এবং প্রাথমিক ফরেনসিক তথ্যের ভিত্তিতে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। একটি সূত্র জানিয়েছে, ‘শেফালি গত সাত-আট বছর ধরে নিয়মিতভাবে অ্যান্টি-এজিং ওষুধ সেবন করছিলেন।’ সংশ্লিষ্টরা মনে করছেন, এটিই শেফালির মৃত্যুর অন্যতম কারণ হয়ে থাকতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও বলেছে, ‘গত ২৭শে জুন বাড়িতে একটি পূজা ছিল, যার কারণে শেফালি উপবাস করছিলেন। তা সত্ত্বেও, তিনি সেদিন দুপুরে অ্যান্টি-এজিং ওষুধের একটি ইনজেকশন নিয়েছিলেন। এ ওষুধগুলো তাকে কয়েক বছর আগে একজন ডাক্তার দিয়েছিলেন এবং তখন থেকেই তিনি প্রতি মাসে এ চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশি তদন্তে এখন পর্যন্ত জানা গেছে যে, এ ওষুধগুলোই কার্ডিয়াক অ্যারেস্টের একটি প্রধান কারণ হতে পারে।’

ঘটনার সময়ক্রম অনুসারে, শেফালির স্বাস্থ্যের অবনতি হয়েছিল ২৭শে জুন রাত ১০টা থেকে ১১টার মধ্যে। সূত্র আরও জানিয়েছে, ‘রাত ১০টা থেকে ১১টার মধ্যে শেফালির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। শরীর কাঁপতে শুরু করে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় শেফালি, তার স্বামী পরাগ, মা এবং আরও কিছু লোক বাড়িতে উপস্থিত ছিলেন।’

মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং পরবর্তী পদক্ষেপ ময়নাতদন্তের ফলাফল এবং জব্দ করা পদার্থের রাসায়নিক বিশ্লেষণের উপর নির্ভর করবে।

বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন