বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** শীতে পিঠ ব্যথা করে—টাইম ম্যাগাজিনকে তারেক রহমান *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’

‘আমি তো রক্ত-মাংসের মানুষ’, কেন এ কথা বললেন প্রভা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি দুটি সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা অভিনেত্রী। এবার নতুন করে আলোচনায় এলেন প্রভা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঝেমধ্যেই নেটিজেনদের বিরূপ মন্তব্যের শিকার হন তিনি। বৃহস্পতিবার (১লা জানুয়ারি) বছরের প্রথম দিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভক্তদের সঙ্গে এক লাইভ আড্ডায় হাজির হন প্রভা। সেখানেই আবারও ভক্ত-অনুরাগীদের অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়তে হয় এই তারকাকে।

যদিও লাইভের শুরুতে ভক্তদের সতর্ক করে প্রভা জানিয়েছিলেন, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করলে সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। অনেক অনুরাগী তাকে নতুন বছরের শুভেচ্ছাও জানান। কেউ কেউ বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জিজ্ঞাসা করেন। এর মাঝেই কারো কারো থেকে অপ্রাসঙ্গিক প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

ফেসবুক লাইভের মন্তব্যের ঘরে করা কিছু প্রশ্ন ছিল তার বিয়েসহ ব্যক্তিগত বিষয় নিয়ে। যদিও সেসব প্রশ্ন প্রভা শুরুতে এড়িয়ে যেতে চেয়েছিলেন। পরে বিয়ে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আচ্ছা ভাই, আপনার এই রকম প্রশ্ন যে ব্যাড ম্যানার, সেটা কি জানেন! বিয়ে হবে কবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন? আমি তো রক্ত–মাংসের মানুষ। যেদিন যেটা ওপর আল্লাহ লিখে থাকবে, সেদিন সেটাই হবে। এগুলো পারসোনাল ব্যাপার, এগুলো নিয়ে কাউকে প্রশ্ন না করাই ভালো। কারণ, প্রতিটা মানুষই চায় সংসার করতে। সেটা আবার যেদিন লেখা থাকবে হবে।’ 

উল্লেখ্য, গতকাল থেকেই প্রভাকে অনেক ভক্ত–সহকর্মী একের পর এক নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। আর সে কারণেই ফেসবুক লাইভে যুক্ত হন বলে জানান এ অভিনেত্রী।

জে.এস/

প্রভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250