বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৫

#

তাণ্ডব সিনেমায় শাকিব খান ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত

ঈদের সিনেমা নিয়ে ঢালিউড অঙ্গনে এখন জোর তোড়জোড়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কেউ প্রচার, কেউ পোস্টের কাজ শেষ করছেন। ঈদে এবার ১০টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছিল। 

সেখানে থেকে নাদান, সর্দারবাড়ির খেলা, শিরোনাম, পিনিক সিনেমাগুলো সরে গেছে। শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে রয়েছে ছয়টি সিনেমা—তাণ্ডব, উৎসব, ইনসাফ, টগর, এশা মার্ডার: কর্মফল ও নীলচক্র।

শুটিংয়ের শুরুর দিকেই প্রকাশ্যে আসে শাকিব খানের লুকের ছবি। তার পর থেকে আলোচনায় ‘তাণ্ডব’। এতে আরও রয়েছেন জয়া আহসান। গত সোমবার রাতে এসেছে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’। গানটিতে শাকিবের সঙ্গে দেখা গেছে সাবিলা নূরকে। 

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব।’ পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত ছবিটির জোর প্রচারণা শুরু হয়েছে। সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’

শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ইনসাফ-এর টিজার, লুক দর্শক পছন্দ করেছেন। অ্যাকশন ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল বেড়েই চলেছে। রাজ ও মোশাররফ করিমের অ্যাকশন ভিন্নভাবে দর্শক পর্দায় পাবেন। আলোচিত এ সিনেমার এখনো শেষ মুহূর্তের কাজ চলছে।

গান ও টিজার দিয়ে প্রচারণায় বেশ সরব টগর সিনেমার টিম। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। ইতিমধ্যে সিনেমাটি সেন্সরেও জমা পড়েছে। সিনেমায় জুটি হয়েছেন আদর আজাদ ও পূজা চেরী।

‘এশা মার্ডার: কর্মফল’ গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু শুটিং বাকি রয়েছে। এবার সব কাজ শেষে সিনেমাটি ঈদে মুক্তির দিন গুনছে বলে জানালেন পরিচালক সানী সানোয়ার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সার্টিফিকেশন সনদ পায় ‘নীলচক্র।’ আরিফিন শুভ ও মন্দিরা অভিনীত সিনেমার টিজার, পোস্টার পছন্দ করেছেন দর্শক। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘যেতে যেতে’ গানটিও দর্শকরা সিনেমা-সংশ্লিষ্ট গ্রুপগুলোতে ভাগাভাগি করছেন।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250