রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাত্র খুঁজছেন সুস্মিতা সেন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন মাত্র ১৮ বছর বয়সেই তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। সাবেক এই বিশ্বসুন্দরী তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, তার চেয়ে বেশি চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য।ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসের’ এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সুস্মিতা সেন তার প্রেমের সম্পর্ক নিয়ে বারবার আলোচনা-সমালোচনায় এসেছেন। কোনোদিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন তিনি। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, আবার কখনো ললিত মোদির সঙ্গে তার প্রেমের কথা রটেছে। এমনকি বয়সে অনেক ছোট রহমান শলের সঙ্গেও নাম জড়িয়েছে তার।

আসছে নভেম্বর মাসে ৫০ এর ঘরে পা দিতে চলেছেন লাবণ্যময়ী এ অভিনেত্রী। তবুও সংসার জীবন শুরু করেননি। এ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীরা অনেকবার তার ইচ্ছা ও পরিকল্পনার কথা জানতে চেয়েছেন। 

সুস্মিতা জানিয়েছেন বিয়ে করার ইচ্ছা রয়েছে তার। তবে বিয়ের জন্য কোনো ধরা-বাঁধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুলেন এ অভিনেত্রী। 

সুস্মিতা বলেন, ‘আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতে তো হবে। বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে, তাই নয় কি? যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন বিয়ে করব। কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভালো আছি।’

২০২১ সালে রহমান শলের সঙ্গে প্রেমের ইতি টানেন সুস্মিতা। এরপর অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ললিত মোদির। বছর দুয়েক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ললিত মোদির সঙ্গে সুস্মিতার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়। তখন ললিত অভিনেত্রীকে ‘অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করেছিলেন। তবে সে সম্পর্কেও ফাটল ধরে পরে। 

বিয়ে না করলেও দুই সন্তানের মা সুস্মিতা। অল্প বয়সেই দুটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি।

হা.শা./  আই.কে.জে

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন