বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রায় ও আদেশ যথাসময়ে অধস্তন আদালতে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রায় বা আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা থেকে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে যথাসময়ে অধস্তন আদালতে পাঠাতে নির্দেশনা জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৬শে জুন) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, বিভিন্ন মাধ্যমে জানা গেছে, রায় বা আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা থেকে পরবর্তী কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হচ্ছে না। ফলে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা অনভিপ্রেত ও অফিস শৃঙ্খলা-পরিপন্থী।

নির্দেশনায় বলা হয়, জামিন আদেশ বা খালাস আদেশ বা আসামির মুক্তি পাওয়া-সংক্রান্ত আদেশ বা রায়ের নথি কোর্ট হতে সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর ওই দিনই বা যুক্তিসংগত কারণে ওই দিন সম্ভব না হলে পরবর্তী কার্যদিবসের মধ্যেই টাইপ বা কম্পোজ করে আইটি শাখাসহ তার হার্ড কপি আদান-প্রদান শাখায় প্রেরণ করতে হবে।

কোনো ব্যত্যয় প্রমাণ হলে তা অসদাচরণ গণ্যে সংশ্লিষ্ট কর্মচারীসহ শাখার দায়িত্ব প্রাপ্ত সুপারিনটেনডেন্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

হাইকোর্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250