শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

শীতের আগেই ত্বকের পরিচর্যায় রাখুন গ্লিসারিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের বাতাস বইতে না বইতেই অনেকের ত্বক শুষ্ক হয়ে উঠতে শুরু করেছে। ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা সবকিছু যেন জানান দিচ্ছে, আসছে শীত! শীত যত বাড়বে, ততোই পাল্লা দিয়ে কমবে আমাদের ত্বকের আর্দ্রতা।  আগেকার দিনে শীতের মধ্যে এত এত ব্র্যান্ডের কোল্ড ক্রিম, লোশন ইত্যাদির ব্যবহার ছিল না। আমাদের মা-দাদীরা সেসময় ত্বকের আর্দ্রতা রক্ষায় নির্ভর করতেন গ্লিসারিনের ওপর। তাই  শীতের আগেই ত্বকের পরিচর্যায় রাখুন গ্লিসারিন।

গ্লিসারিন ত্বকের স্বাভাবিক পানি ধরে রাখে। পাশাপাশি বলিরেখা ও দাগছোপ কমায়। ফলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায়। তবে গ্লিসারিন যেহেতু ভারি প্রকৃতির তাই ত্বকের উপর সরাসরি মাখা যায় না। এতে ত্বক চিটচিটে হয়ে ওঠে। গোলাপ জল অথবা পানির সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে উপকার পাবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা সমপরিমাণ গ্লিসারিন, গোলাপজল ও জলপাই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।  

আরো পড়ুন : ত্বকের বয়স কমান মাত্র পাঁচ অভ্যাসে!

টোনার হিসেবেও ব্যবহার করা যায় গ্লিসারিন। স্প্রে বোতলে মিনারেল ওয়াটার নিয়ে এতে ২-৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। এই টোনার মুখে স্প্রে করলে ত্বকে পানির পরিমাণ ঠিক থাকবে। 

ঠোঁটের কালচে ভাব দূর করতে গ্লিসারিনের জুড়ি নেই। গ্লিসারিন ও গোলাপের পাঁপড়ির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। 

১ চামচ মুলতানি মাটি ও ১ চামচ কাঠবাদামের পেস্ট একসঙ্গে মিশিয়ে এতে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা ভোগাবে না।

এ ছাড়া শীতকালে সবার একটি সাধারণ সমস্যা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া। সেক্ষেত্রে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে গোড়ালি পরিষ্কার করে নিন। এরপর গ্লিসারিন লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত ব্যবহার করলে পা ফাটার সমস্যা দূর হবে এবং গোড়ালি থাকবে মসৃণ। 

এস/ আই.কে.জে


গ্লিসারিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন