বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

পাহাড়ে ‘ব্ল্যাক বেবি’ তরমুজ চাষে সফল কৃষক আব্দুর রব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শখের বশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গার কৃষক মো. আব্দুর রব। অসময়ে থোকায় থোকায় মাচাংয়ে ঝুলছে এই কালো রংয়ের তরমুজ। ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝোলানো হয়েছে। এই তরমুজ দেখতে প্রতিদিনই ভিড় করছে উৎসুক জনতা। তার সাফল্য দেখে অন্যরাও আগ্রহ দেখাচ্ছেন।

জানা যায়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় মাটিরাঙ্গা পৌর শহরের চরপাড়া এলাকায় ২০ শতক জমিতে ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করেন এ কৃষক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষি উন্নয়ন বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করে।

মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া ঘুরে দেখা যায়, বিষমুক্ত ও পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে এক খণ্ড জমিতে ‘এ’ আকৃতির মাচার ওপরে সবুজ পাতার নিচে ঝুলছে কালো রঙের তরমুজ। মাচায় ঝুলে থাকা তরমুজের ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে লাল জালি দিয়ে ঝোলানো হয়েছে। আগে এ জমিতে আলু, ঝিঙাসহ বিভিন্ন সবজি উৎপাদন করা হতো।

তরমুজ চাষি মো. আব্দুর রব বলেন, ‘আগে এ জমিতে সবজি চাষ করতাম। আইডিএফের পরামর্শে ও অনুপ্রেরণায় তরমুজ চাষে আগ্রহী হই। গ্রীষ্মকালীন এ তরমুজে আর্থিক স্বচ্ছলতা ফিরে আসার পাশাপাশি ভোক্তাদের চাহিদা মিটবে। ভোক্তারা গ্রীষ্মকালেও তরমুজের স্বাদ পাবেন। এ তরমুজ চাষে ২০ হাজার টাকা খরচ হয়েছে। ভালো ফলন হলে আড়াই লাখ টাকা বিক্রি করতে পারবো।’

আরো পড়ুন: লাভ বেশি হওয়ায় বরিশালে বেড়েছে সয়াবিন চাষ

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আইডিএফ) কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই জাতের তরমুজ চাষে কৃষকদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করছে আইডিএফ। ভবিষ্যতে স্থানীয় কৃষকরা এ জাতের তরমুজ চাষে আগ্রহী হলে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী বলেন, ‘এ জমিতে প্রায় ৭০০ তরমুজ আছে। ধান চাষ করলে কৃষক এতটা লাভবান হতেন না, যতটা তরমুজ চাষে হচ্ছেন। গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষক লাভবান হবেন। এ জাতের তরমুজ চাষে কৃষকদের সব ধরনের সহায়তা করা হবে।’

এসি/  আই.কে.জে

তরমুজ চাষ ‘ব্ল্যাক বেবি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন