শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

১০০ নাটকের তারা সবাই 'কোটিপতি'!

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এমন ঘটনা বিরল, গর্বের এবং বিস্ময়েরও বটে। একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ১০০টি নাটক! প্রতিষ্ঠানটির নাম-সিএমভি।

প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান এসকে সাহেদ আলী পাপ্পু জানান, চলতি সপ্তাহে রুবেল হাসান পরিচালিত ‘স্পাই লাভ’ নাটকের মাধ্যমে কোটি ভিউয়ের সেঞ্চুরি পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় এই প্রযোজনা প্রতিষ্ঠান।

এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাটক ইন্ডাস্ট্রির সব শিল্পী ও কুশলীদের প্রতি। কারণ, এই ১০০ নাটকের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন প্রায় সব জনপ্রিয় শিল্পী-নির্মাতা।

এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘সিএমভির জন্য এটি গর্বের একটি মুহূর্ত। এই অর্জন আমাদের দীর্ঘদিনের শ্রম, মেধা ও ভালোবাসার ফল। আমি বিশেষভাবে কৃতজ্ঞ দর্শক, সমালোচক, গণমাধ্যমকর্মী এবং নাটকের সঙ্গে জড়িত প্রত্যেকের প্রতি। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব হয়েছে এই কোটি ভিউয়ের শতক। এই উৎসাহ নিয়ে আমরা সামনের দিনে আরও মানসম্মত নাটক ও কনটেন্ট উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

কোটি ভিউয়ের শতক অর্জনের তালিকায় নির্মাতাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রুবেল হাসান, তার ১৬টি নাটক রয়েছে এই তালিকায়।

এরপর আছেন জাকারিয়া সৌখিন (১২টি), মিফতা আনান ও মহিদুল মহিম (প্রতিজনের ৮টি করে)। এছাড়া শিহাব শাহীন, তৌফিকুল ইসলাম, ইমরাউল রাফাত, আরিয়ান, মাশরিকুল আলম, প্রবীর রয় চৌধুরী প্রমুখ নির্মাতারাও রয়েছেন এই তালিকায়।

অভিনেতাদের মধ্যে শীর্ষে আছেন জিয়াউল ফারুক অপূর্ব, তার অভিনীত ১৮টি নাটক কোটি ভিউয়ের ঘরে। এরপর আছেন ফারহান আহমেদ জোভান (১৬টি), মুশফিক আর ফারহান (১৫টি) এবং তৌসিফ মাহবুব (১৪টি নাটক)। তালিকায় আরও রয়েছেন মোশাররফ করিম, আফরান নিশো, ইয়াশ রোহান ও নিলয় আলমগীর।

অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নাটক রয়েছে কেয়া পায়েলের, ১৮টি। এরপর রয়েছেন তানজিন তিশা (১৬টি), মেহজাবীন চৌধুরী (১৪টি), তানজিম সাইয়ারা তটিনী (১৫টি) এবং নাজনীন নিহা (১২টি নাটক)। একই তালিকায় আরও আছেন সাবিলা নূর, তাসনিয়া ফারিণ ও সাদিয়া আয়মান প্রমুখ।

তবে প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু শিল্পীদের নাম ধরে তালিকা প্রকাশে অনাগ্রহ প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘সব শিল্পী তো সমান সংখ্যক কাজ করেননি আমাদের ব্যানারে। এমনও আছেন, মাত্র দুটি নাটক করেও কেউ কেউ কোটি ভিউয়ের দলে আছেন। আসলে প্রতিজন শিল্পী ও নির্মাতা তাদের সর্বোচ্চটা দিয়েছেন। দর্শকরা সেটি ভালোবেসে গ্রহণ করেছেন।'

উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠানটি কোটি ভিউয়ের এই বিস্ময়কর সেঞ্চুরি অর্জন করেছে তাদের একমাত্র ইউটিউব চ্যানেল ‘সিএমভি’-র মাধ্যমেই।

জে.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির

🕒 প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250