ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত ২০শে এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।
ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
অভিনেতার বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা।
অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এরপরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলায় হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (২৮শে এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি, জানি।’
তিনি বলেন, ‘ইরেশ জুলাইয়ের আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে তার বিরুদ্ধে এ মামলা অত্যন্ত উদ্বেগজনক এবং বিরক্তিকর।’ এ সময় সংস্কৃতি উপদেষ্টা আরো বলেন, ‘মামলাটি করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেওয়া মামলা নয়।’
তিনি বলেন, ‘এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছেন। আমি বিশ্বাস করি, পুলিশ এটির সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে। আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।’
প্রসঙ্গত, ইরেশ যাকেরের বিরুদ্ধে মামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা শিহাব শাহীন, আশফাক নিপুণ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন