শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

কোটা বিরোধী আন্দোলন

আজ মাঠে নামছেন বুয়েট শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বেশকিছু দিন ধরে চলা কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল না। তবে আজ মঙ্গলবার (৯ই জুলাই) থেকে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা পোষণ করে রাজপথে নামবেন তারা। এই প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে দুপুর ১২টায় মানববন্ধন করবেন।

সোমবার বুয়েটের অহর্নিশ-১৯ ব্যাচের শিক্ষার্থীরা 'কারেন্ট স্টুডেন্টস অব বুয়েট' নামক ফেসবুক গ্রুপের এক স্ট্যাটাসে এ বিষয়ে জানান।

স্ট্যাটাসে বলা হয়, গত ৫ই জুন ২০২৪ খ্রিস্টাব্দে হাইকোর্ট থেকে ২০১৮ সালে প্রকাশিত কোটা সংস্কার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রটি বাতিল করা হয়। যার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে পুরো দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে আসে। 

আরো পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে

বুয়েট এ সময়টার মধ্যে টার্ম ফাইনালের বন্ধ থাকায় সংঘবদ্ধ হয়ে কিছু করে উঠতে পারেনি। এ ব্যাপারে অহর্নিশ-১৯ দফায় দফায় আলোচনা করে। তবে হলে জনবল কম থাকায় সশরীরে নামার সুযোগ সৃষ্টি হয়ে উঠেনি। টিচারদের পেনশন স্কিমের আন্দোলনের জন্য ক্যাম্পাস বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরাও হলে আসতে আগ্রহ পাচ্ছে না। আবার, হলে ৫০ শতাংশ এর কম মানুষ থাকায় অথরিটি হল ডাইনিং চালু করছে না।

এতে আরও বলা হয়, অহর্নিশ ১৯ হলে উপস্থিত স্বল্প মানুষ এবং ঢাকায় অবস্থানকারী এটাচদের নিয়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে 'কোটা সংস্কার আন্দোলন' এর প্রতি একাত্মতা পোষণ করে মঙ্গলবার দুপুর ১২টায় বুয়েট শহীদ মিনারের সামনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। মানববন্ধনে অহর্নিশ-১৯, হাজারখানেক শিক্ষার্থীর উপস্থিতি আশা করছে। এই উপস্থিতির উপর নির্ভর করে অহর্নিশ-১৯ পরবর্তী কর্মসূচি বিবেচনা করবে।

এইচআ/ আই.কে.জে/

বুয়েট কোটার বিরোধী আন্দোলন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250