বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শীতে পিঠ ব্যথা করে’ *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে

জন্মবার্ষিকীতে আলোচনা

‘আজীবন ন্যায়ের পক্ষে কথা বলেছেন সত্যেন সেন’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘জানি পথ দুর্গম, তবু চলো দুর্দম’ স্লোগানে উদ্‌যাপিত হলো সাহিত্যিক, সাংবাদিক, কৃষকনেতা ও উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে শুক্রবার (২৮শে মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেনের প্রতিকৃতির সামনে স্থাপিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান উদীচী কেন্দ্রীয় সংসদের নেতারা। বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শিবানী ভট্টাচার্য, প্রবীর সরদার ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

অমিত রঞ্জন দে বলেন, একটি কঠিন সময় অতিক্রম করছে দেশ। স্বৈরাচারের পতন হলেও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এখনো শেষ হয়নি। বৈষম্যমুক্ত, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার পথ যত দুর্গম হোক না কেন, দুর্দম গতিতে সেই পথে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ পর্বে বক্তারা সত্যেন সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত, শোষণহীন, সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে আজীবন লড়াই-সংগ্রাম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন। সভায় অন্য বক্তারা বলেন, ১৯০৭ সালের ২৮শে মার্চ জন্মগ্রহণ করা সত্যেন সেন আজীবন সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। ছাত্রজীবন থেকেই নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনে ছিল তার সরব উপস্থিতি।

এ ছাড়া কৃষক আন্দোলনেরও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সত্যেন সেন। একটি অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ, মৌলবাদমুক্ত ও সাম্যবাদী সমাজ গঠনের লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯শে অক্টোবর সত্যেন সেন, রণেশ দাশগুপ্তসহ বেশ কয়েকজন প্রগতিশীল মুক্তচিন্তার মানুষের সক্রিয় অংশগ্রহণে প্রতিষ্ঠিত হয় উদীচী শিল্পীগোষ্ঠী।

এইচ.এস/

সত্যেন সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250