বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সরানো হলো লেনিনের ভাস্কর্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ৮ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশ থেকে সরিয়ে ফেলা হয়েছে বিপ্লবী সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের একটি বিশাল ভাস্কর্য। মধ্য এশিয়ার মধ্যে লেনিনের এ ভাস্কর্যটি সর্বোচ্চ উচ্চতার মূর্তি হিসেবে পরিচিত ছিল।

আজ রোববার (৮ই জুন) সিএনএন জানিয়েছে, ১৯৭৫ সালে কিরগিজস্তান যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখন ২৩ মিটার (৭৫ ফুট) উচ্চতার এ মূর্তি স্থাপন করা হয়। গতকাল শনিবার অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে মূর্তিটি নামিয়ে মাটিতে শুইয়ে রাখা হয়েছে।

অতীতে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন অনেক দেশ বর্তমানে তাদের জাতীয় পরিচয় পুনর্গঠনের চেষ্টা করছে। এর ফলে এসব দেশ রাশিয়ার সঙ্গে আগের সম্পর্ককে মুছে ফেলার চেষ্টা করছে। তবে ওশ শহরের মূর্তিটি অনেকটা নীরবেই সরিয়ে ফেলা হয়েছে। কিরগিজ কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক শহর পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করেছে।

এক বিবৃতিতে ওশ সিটি হল জানিয়েছে, মূর্তি অপসারণ একটি সাধারণ প্রক্রিয়া, এলাকার স্থাপত্য ও নান্দনিক রূপ উন্নত করাই এর উদ্দেশ্য।

কর্মকর্তারা আরও জানান—শুধু কিরগিজস্তান নয়, রাশিয়ারও সেন্ট পিটার্সবার্গ ও বেলগোরদসহ বিভিন্ন শহর থেকে লেনিনের মূর্তি সরানো হয়েছে কিংবা স্থানান্তর করা হয়েছে। তাই মূর্তি সরানোর বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়।

এইচ.এস/

কিরগিজস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250