রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যে কারণে কোরআন ও গীতা উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আমিশা প্যাটেল ও সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন। 

সম্প্রতি ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন, সালমান খান, সঞ্জয় দত্ত এবং সানি দেওলের মতো সহ-অভিনেতাদের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। এ ছাড়া, তিনি একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি সঞ্জয় দত্ত ও মান্যতার জন্য একটি সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।

আমিশা বলেন, ‘যখন মান্যতার পেটে যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে), তখন আমি সঞ্জুর জন্য একটি সাধের অনুষ্ঠান করেছিলাম। সেটা খুবই সুন্দর ছিল; সঞ্জুর দুই বোনসহ সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’

আমিশা আরও জানান, দত্ত পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘শাহরান ও ইকরা যখন জন্মায়, সেই সময়টা খুবই সুন্দর ছিল। কারণ, মান্যতা মুসলমান এবং সঞ্জু হিন্দু, যদিও তার (সঞ্জয় দত্ত) মা মুসলিম। তাদের সন্তানরা জন্মানোর পর যে উপহার তারা আমাদের পাঠিয়েছিলেন, সেটার মধ্যে ছিল গীতা ও কোরআনের একটি করে কপি।’

আমিশা এখনো বিয়ে করেননি। সাক্ষাৎকারে সহকর্মীদের তার সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আমার চারপাশে সব ধরনের সম্পর্ক দেখেছি; সঞ্জুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন দেখেছি, তেমনই হৃতিকের মতো বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পিতা-মাতার দায়িত্ব পালন করা এবং এখনকার দিনে সেরা বন্ধুত্বের সম্পর্কও দেখেছি। সালমানের বিষয়ে সত্যি বলতে, আমি চাই না তিনি বিয়ে করুন; তিনি যেমন আছেন তেমনই ভালো আছেন!’

আমিশা প্যাটেলকে শেষবার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২ ’-এ দেখা গিয়েছিল। বর্তমানে বলিউডে তার উপস্থিতি কমই দেখা যায়।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন