সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের আরও ৩ সেনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাখাইনে বিদ্রোহীদের হামলায় টিকতে না পেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার জান্তা বাহিনীর ৩ সেনা সদস্য। এতে পালিয়ে আসা জান্তা সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮০। 

শুক্রবার (২৯শে মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু কোনার পাড়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা। টহলরত ১১ বিজিবি জোয়ানরা তাদের তুমব্রু বিওপিতে নিয়ে যান। পরে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন তারা।

এই সীমান্তে দায়িত্ব পালন করা ৩৪ বিজিবি অধিনায়কের ব্যবস্থাপনায় তাদের ১১ বিজিবির অধীনে নাইক্ষ্যংছড়ির সদরের বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে মিয়ানমার জান্তার আগের ১৭৭ সদস্যের সঙ্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন: জলদস্যুর কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

স্থানীয়রা জানায়, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী তাতমাদো’র ৩ সেনা সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তম্ব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আজ মিয়ানমারের ৩ সেনা সদস্য আশ্রয় নিয়েছে।

এর আগে গত ১১ই মার্চ তিন দফায় জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার জান্তাবাহিনীর তিনজন কর্মকর্তাসহ ১৭৭ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

এসকে/  আই. কে. জে/ 

জান্তা বাহিনী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন