ছবি: সংগৃহীত
২০১৮ সালে ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’ এবং ২০১৯ সালে ‘গালিবয়’ রণবীর সিংয়ের শেষ হিট। গত কয়েক বছর একের পর এক ফ্লপের মুখে পড়তে হয়েছে তাকে। সবাই চাইছিলেন, রণবীরের একটা দুর্দান্ত কামব্যাক। মনে হচ্ছে, অবশেষে সেই সময়টা ঘনিয়ে আসছে।
গতকাল রোববার, ৬ই জুলাই রণবীর সিংয়ের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘ধুরন্ধর’ সিনেমার ফার্স্ট লুক। প্রায় আড়াই মিনিটের টিজারে রণবীরের লুক, উপস্থিতি আর অভিনয় তাক লাগিয়ে দিয়েছে। এ বছর বলিউডের বক্স অফিসে ধুরন্ধর যে রাজত্ব করবে, সেটা প্রায় নিশ্চিত। খবর বলিউড হাঙ্গামার।
আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমায় রণবীরের নায়িকা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। এতে তার বিপরীতে দেখা গেছে সারা অর্জুনকে। এ সিনেমা দিয়েই নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সারার। ৪০ বছর বয়সী রণবীরের নায়িকা ২০ বছর বয়সী সারা! নায়কের সঙ্গে নায়িকার বয়সের পার্থক্য নিয়েও সমালোচনা হচ্ছে বিস্তর।
২০০৫ সালে মুম্বাইয়ে জন্ম সারা অর্জুনের। অভিনেতা রাজ অর্জুন ও নৃত্যশিল্পী সানিয়া অর্জুন দম্পতির কন্যা সারা বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন ছোট বয়সেই। মাত্র দেড় বছর বয়সে প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। শিশুশিল্পী হিসেবে অল্পদিনেই জনপ্রিয়তা পান। এ পর্যন্ত ১০০টির বেশি বিজ্ঞাপনে দেখা গেছে সারাকে।
শিশুশিল্পী হিসেবেই এতদিন চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা অর্জুন। মাত্র ছয় বছর বয়সে ২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা তিরুমাগাল’-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি। এতে সারাকে দেখা গেছে মানসিক ভারসাম্যহীন এক বাবার মেয়ের চরিত্রে, বাবার চরিত্রটি করেছিলেন অভিনেতা বিক্রম।
হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম মিলিয়ে এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় দেখা গেছে সারাকে। তালিকায় আছে ‘সাইভাম’, ‘এক থি ডায়ন’, ‘জজবা’, ‘আন মারিয়া কালিপ্পিলানু’, ‘সান্ড কি আঁখ’, ‘আজিব দাস্তান’ ইত্যাদি।
জে.এস/
খবরটি শেয়ার করুন