বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

হঠাৎ করেই আইনি বিপাকে আল্লু অর্জুন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ২রা ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রত্যাশিত দক্ষিণী ছবি ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি নিয়ে ইতোমধ্যে দর্শক উত্তেজনা তুঙ্গে। গত শনিবার থেকেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। কিন্তু এরই মধ্যে বিপাকে পড়লেন আল্লু অর্জুন, তার বিরুদ্ধে অভিযোগ গেল থানায়!

ভারতীয় গণমাধ্যমের খবর, সদ্যই মুম্বাইয়ের এক প্রচার অনুষ্ঠানে আল্লু অর্জুন তার অনুরাগীদের ‘আর্মি’ হিসেবে উল্লেখ করেন। কিন্তু অভিনেতার এই বিশেষণ নিয়েই উঠেছে আপত্তি। আল্লু তার অনুরাগীদের বলেছিলেন, ‘আমার কোনো অনুরাগী নেই। আমার একটা সেনা আছে। আমি আমার অনুরাগীদের ভালোবাসি। তারা আমার পরিবারের মতো। তারা ঠিক সেনার মতো আমার পাশে দাঁড়িয়ে থাকেন।’

আরও পড়ুন: এখনও অমিতাভের খোঁজ রাখেন রেখা

অভিনেতার এই মন্তব্য ঘিরেই সমস্যার সূত্রপাত। সূত্রের খবর, অনুরাগীদের দেশের ‘সেনা’র সঙ্গে তুলনা করায়, হায়দেরাবাদের জহর নগর থানায় শ্রীনিবাস গৌড় নামে এক ব্যক্তি আল্লু অর্জুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে অভিনেতাকে ভবিষ্যতে তার অনুরাগীদের ‘আর্মি’ সম্বোধন করতে নিষেধ করেন।

সেখানে লেখা হয়েছে, ‘সেনারা সম্মাননীয়। তারা আমাদের দেশকে রক্ষা করেন। তাই আপনি (আল্লু অর্জুন) আপনার অনুরাগীদের এই নামে ডাকতে পারেন না। পরিবর্তে আরও অনেক বিশেষণ রয়েছে, যা আপনি ব্যবহার করতে পারেন।’

এদিকে অভিযোগ দায়ের হওয়ার পর এখন পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

এসি/ আই.কে.জে/

আল্লু অর্জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন