বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা যে কারণে ফাঁস করল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: খামেনির কার্যালয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। সেই প্রস্তাব তারা ওয়াশিংটনকে জানিয়েছিলও। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা এপি ও রয়টার্স আমেরিকার দুই কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে। 

ইরান তার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের হারিয়ে ইসরায়েল আক্রমণ যখন তীব্র করেছে, সেই সময় এমন বিস্ফোরক তথ্য সামনে এল।

কিন্তু এ সময়ই কেন এমন সংবেদনশীল একটি খবর ছড়ানো হলো? এমন একটি স্পর্শকাতর বিষয় আমেরিকান কর্মকর্তারা কেন ফাঁস করলেন? ঠিক কী কী কারণ থাকতে পারে এর পেছনে? খবরটি চাউর হওয়ার পর থেকে এসব প্রশ্ন উঠছে।

সাবেক ইসরায়েলি কূটনীতিক ও লেখক অ্যালন পিঙ্কাসের সঙ্গে এ ইস্যুতে কথা বলেছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। তিনি বলেন, এমন সময়ে ইসরায়েল ও আমেরিকার মধ্যকার এ আলোচনা সামনে আনায় বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথমত ইসরায়েল যদি এমন পরিকল্পনা করেও থাকে, তারা কেন আমেরিকাকে জানাল? দ্বিতীয়ত, আমেরিকা কেন বিষয়টি ফাঁস করল?

তেল আবিব থেকে অ্যালন পিঙ্কাস আল-জাজিরাকে বলেন, নাম প্রকাশ না করা আমেরিকার সূত্রের আলোকে প্রকাশিত এ প্রতিবেদন অনেক প্রশ্ন সামনে এনেছে।

আল-জাজিরাকে তিনি বলেন, এর পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। প্রথম উদ্দেশ্যই হলো, ইরানকে ভয় দেখানো। তাদের কাছে একটি বার্তা দেওয়া যে—কোনো পদক্ষেপই ইসরায়েলের বিবেচনার বাইরে নয়—তা সে যত বিধ্বংসীই হোক। 

তিনি বলেন, আমেরিকার নিজের ভাবমূর্তিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হয়তো। তার ভাষ্য—আমেরিকা বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করছে, তারা আসলে সংযম চাচ্ছে এবং ইসরায়েলকেও সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, ‘আমার মনে হয় না তথ্যটি ফাঁস করার পেছনে এর চেয়ে বেশি কিছু আসলে থাকতে পারে।’

অ্যালন পিঙ্কাসের মতে, এ খবর ইরানকে একটি স্পষ্ট বার্তা দেয়—ইসরায়েল এমন একটি হত্যাকাণ্ড বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

সাবেক এ কূটনীতিক বলেন, ইসরায়েলে বিষয়টি যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তা হলো—ইসরায়েল এ পদক্ষেপ নিয়ে সত্যিই চিন্তা করছে। তারা ইতিমধ্যে আমেরিকার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে এবং সেখান থেকে সাড়া এসেছে—‘এখন নয়’। অর্থাৎ, ইরানের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠানো হলো যে, ইসরায়েলের ভাবনায় এমন হামলার পরিকল্পনাও রয়েছে।

এইচ.এস/

আয়াতুল্লাহ আলী খামেনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250