শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গানের সুরে শিক্ষা কর্মকর্তা বলছেন মাদক গ্রহণের কথা, ভিডিও ভাইরাল *** এ মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন *** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

মাইকেলের যে বিশেষ ভঙ্গি ধারণ করে জনপ্রিয় হয়েছিলেন সোনু নিগম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৪ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাবিশ্বের কিংবদন্তী শিল্পী মার্কিন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। যার মৃত্যুর পরও বেড়েছে ভক্ত-অনুরাগীর সংখ্যা।

এমন একজন কিংবদন্তী শিল্পী বিশ্বের কোটি মানুষের অনুপ্রেরণা হতে পারে, তা বলা বাহুল্য। এখনও বিশ্বের অনেক তাবড় মিউজিশিয়ানরা তাকে অনুসরণ করেন। তাদের একজন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেলকে তার সম্মানের জায়গাটা তুলে ধরেন তিনি। জানান, মাইকেলের একটি ভঙ্গি নিজের মধ্যে ধারণ করেছিলেন সোনু। শুধু তাই নয়, সেই ভঙ্গি তার পেশাদারি কাজেও যোগ করেছিলেন।

সাক্ষাৎকারে সোনু জানান, ২৭ বছর আগের ‘পারদেশ’ ছবিতে তার গাওয়া একটি গানে এমনভাবেই মাইকেলের যোগসূত্র রয়েছে। সোনুর কথায়, ‘গানটির সংগীত পরিচালকদের জোর গলায় গানটি গাইতে পারবো বলে জানিয়েছিলাম। কারণ গানটি ছিল ওয়েস্টার্ন ঘেঁষা। তখন মাইকেল জ্যাকসনের গান বিশ্বব্যাপী জনপ্রিয় এবং আমিও সেসব গান শুনতাম। কিন্তু গানের সংলাপের চেয়ে ভালো লাগতো মাইকেল জ্যাকসনের গানের সুর। একইসঙ্গে ভালো লাগতো তার গাওয়ার ভঙ্গি।’

আরও পড়ুন: যে কারণে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

সোনু আরও বলেন, ‘মাইকেল বিশেষ করে গান গাওয়ার ফাঁকে যখন 'আহ' বলে উঠতেন, দারুণ লাগতো শুনতে। সেটা মাথায় ছিলো। ‘ইয়ে দিল দিওয়ানা’ গানের রেকর্ডিংয়ের সময় সুযোগ বুঝে সেটা করে দিয়েছিলাম। রেকর্ডিং স্টুডিওতে সেদিন হাজির ছিলেন সুভাষ ঘাই নিজে। আমার এই কাণ্ড দেখে চমকে উঠেছিলেন। তবে তার ভালো লেগেছিল। তাই শেষ পর্যন্ত এই গানে আমার 'আহ'টা থেকে যায়। পরে এই বিষয়টির জন্য শ্রোতা- দর্শকের কাছে খুব বাহবা পেয়েছিলাম। কিন্তু এই বিশেষ ছন্দে 'আহ' বলে ওঠা যে মাইকেল জ্যাকসনকে দেখে অনুপ্রাণিত হয়েছিলাম, তা অনেকেই হয়তো‌ জানেন না।’

১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল ‘পারদেশ’। সুভাষ ঘাই পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের কণ্ঠে সোনুর ‘ইয়ে দিল’ গানটি রাতারাতি জনপ্রিয় করে তোলে সোনুকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

এসি/কেবি

সোনু নিগম মাইকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250