ছবি : সংগৃহীত
ছাত্র-জনতার আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়েছিল। প্রাণভয়ে পালিয়ে ছিলেন মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা। এরই মধ্যে ৯৯ শতাংশ পুলিশ সদস্য কাজে ফিরেছেন। তাদের মনোবল ফিরিয়ে আনাই এ মুহূর্তের মূল চ্যালেঞ্জ। বৃহস্পতিবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. মাইনুল হাসান।
তিনি বলেন, থানা পুলিশের কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হতে আরও ১ মাস সময় লাগবে। সাম্প্রতিক সহিংসতায় পুলিশের ৭৫ ভাগ ইউনিটের অস্ত্র মিসিং বলে তিনি জানান। আরও জানান, পুলিশে এমন পরিস্থিতি কখনো আসেনি। বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগ মানুষ ভালোভাবে নেয়নি। অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, আসাদুজ্জামান এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কয়েকজন এখনো কাজে ফেরেননি। তারা কোথায় আছেন, সে বিষয়ে ডিএমপির কাছে কোনো তথ্য নেই।
কমিশনার বলেন, ডিএমপির ৫০টি থানার মধ্যে ২২টি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুলিশের মনোবল একেবারে ভেঙে গিয়েছিল। অনেকেই আত্মগোপনে ছিলেন, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, কাজে যেতে ভয় পাচ্ছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করি, তাদের মনোবল বৃদ্ধি করার, যাতে ভয় না পেয়ে কাজে ফিরে আসেন। তাদের ১১ দফা দাবি আদায়ে কর্মবিরতিতে ছিল। আমরা রাজারবাগ ও মিরপুর পুলিশ লাইনসহ, বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়েছি। তাদের বোঝানোর চেষ্টা করেছি। যৌক্তিক দাবিগুলো মেটানোর আশা দিয়েছি। নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়- যাতে থানায় আসতে তারা ভয় না পান। এটি খুব দ্রুত করা হয়েছে। এতে তাদের আস্থা বেড়েছে, থানায় এলে কেউ তাদের মারধর করবে না, ক্ষতি করবে না। ফলে তারা থানায় আসতে শুরু করেছেন। ইতোমধ্যে তাদের দাবির বিষয়ে আলোচনায় একটি সমাধান হয়ে যায়। একদিকে সিকিউরিটি লেভেল রেইজ (নিরাপত্তা স্তর বৃদ্ধি) হয়েছে, থ্রেট লেভেল কমে গেছে। এতে পুলিশ সদস্যরা মনে করেছেন আর কর্মবিরতিতে গিয়ে দরকার নেই। যেহেতু আমরা ডিসিপ্লিন ফোর্স-নিয়মনীতি আছে সেহেতু কাজে যোগ দিতে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা চিন্তা করেছেন, আর কর্মবিরতিতে যাওয়ার দরকার নেই। আমার ধারণা ৯৯ শতাংশ সদস্য কর্মে ফিরে আসছেন।
আরো পড়ুন : স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত