ফাইল ছবি (সংগৃহীত)
ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আজ রোববার (১৮ই মে) আটক করেছে পুলিশ। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে।
রাজধানীর ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, বিকাল পৌনে ৫টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন নুসরাত ফারিয়া। প্রয়োজনীয় তথ্যের জন্য এ মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরে তারা আইনানুগ পদক্ষেপ নেবে।
নুসরাত ফারিয়ার প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির এক সদস্য দেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা শিল্পী হই আর যে হই, আমরা কেউই আইনের ঊর্ধ্ব নই। সে ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। আমাদের শিল্পীদের নামে যদি মামলা হয়, তাহলে সেটা সত্য না মিথ্যা- এটা প্রমাণ করবেন আদালত। তিনি যদি নিরপরাধী হন, তাহলে সে পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতে হবে। তবে একজন শিল্পীর ক্ষেত্রে আমরা আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করে থাকি।’
উল্লেখ্য, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। অভিনেত্রী ছাড়াও শোবিজের আরও ১৬ জন তারকাকে এ মামলায় আসামি করা হয়েছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন