বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচের প্রস্তুত: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৫

#

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয়, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খবর বাসসের।

উপদেষ্টা আসিফ তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আধুনিক রূপে সজ্জিত জাতীয় স্টেডিয়াম এখন আন্তর্জাতিক মানের ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’

উপদেষ্টা আসিফ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধায় এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়াঙ্গন নয়-এটি জাতীয় গৌরবের প্রতীক। আগামী ১০ই জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।’

এদিকে অপর এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে।’

এ ছাড়া আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট’ হিসেবে ব্যবহার করতে পারবেন। 

আরএইচ/

উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় স্টেডিয়াম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন