বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

একটি দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে: তারেক রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে।  

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তাদের দুজন সংসদ সদস্য পদত্যাগ না করে পুরো মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন, যা প্রমাণ করে বিএনপি দুর্নীতিকে সমর্থন করে না।

আজ মঙ্গলবার (২৭শে জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, তারা বলে—বিএনপি ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন। আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তাদের দুজন সদস্য তো বিএনপি সরকারের অংশ ছিল। যদি বিএনপি এতটাই খারাপ হতো, তাহলে ওই দুইজন কেন পদত্যাগ করলেন না? কেন তারা সরে দাঁড়ালেন না?

তিনি বলেন, তারা পদত্যাগ করেননি, কারণ সরকারের ভেতরে যারা ছিলেন, তারা জানতেন, খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, যে দলটি এখন এসব কথা বলছে, তাদেরই দুজন সদস্য বিএনপি সরকারের অংশ ছিলেন। তারা খুব ভালোভাবেই জানতেন, খালেদা জিয়া দুর্নীতিকে সমর্থন করতেন না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০০১ সালে খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে মারাত্মক দুর্নীতি থেকে বেরিয়ে আসতে শুরু করে।

'যে দলটি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, তারা নিজেদের নেতাদের সম্পর্কেই মিথ্যা প্রমাণ করছে। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তাদের দুজন সদস্য সরকারে থাকা মানেই তারা নিজেদের লোকজন সম্পর্কে কত বড় মিথ্যা বলছে, সেটাই প্রমাণ হয়', যোগ করেন তিনি।

ভোটের দিনে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করবেন। তারপর ভোট দেবেন। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না, ভোট গণনা ঠিকভাবে হচ্ছে কি না, তা নিশ্চিত করতে কেন্দ্রেই থাকতে হবে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ময়মনসিংহের মাছের পোনা চাষ আরও বড় করা যেত। এখন দেশের বিভিন্ন জায়গার মাছের পোনা চাষ করা হয়। বিএনপি ক্ষমতায় গেলে এই মাছের পোনা বিদেশে রপ্তানির করার পরিকল্পনা আমাদের রয়েছে। যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় মাদক সমস্যা মোকাবিলায় যুবকদের কাজ, ব্যবসা ও বাণিজ্যে সম্পৃক্ত রাখতে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250