সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সংসদ উপনেতা মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দিয়েছে সরকার।

২৯শে জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি এই সুবিধা দেন জানিয়ে রোববার (৪ঠা ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯শে জানুয়ারি সংসদের উপনেতা করা হয়।

গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান মতিয়া।

আরও পড়ুন: তিন দিনের সফরে সাজেক যাবেন রাষ্ট্রপতি

গত সরকারের মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন।

এসকে/ 

মতিয়া চৌধুরী সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন