ছবি: সংগৃহীত
'বেবিগার্ল' সিনেমার জন্য ভেনিস উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান নিকোল কিডম্যান। এ বছর সমালোচকদের কাছে যে কয়েকটি সিনেমা প্রশংসিত হয়েছে, 'বেবিগার্ল' তার মধ্যে অন্যতম। এই হেলিনা রেজিনের সিনেমাটি ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়েছে। চলচ্চিত্র উৎসব ঘুরে আগামী ২৫শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বেবিগার্ল-এর গল্প এক কোম্পানির প্রধান নির্বাহী রোমি ও সেই প্রতিষ্ঠানের শিক্ষানবিশ স্যামুয়েলকে নিয়ে। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পর্দায় তুলে ধরা হয়েছে রাখঢাক ছাড়াই।
‘রোমি’ চরিত্রে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান এবং ‘স্যামুয়েল’ চরিত্রের অভিনেতা হ্যারিস ডিকসন। গল্পের প্রয়োজনে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে তাদের। সিনেমায় রোমি ও স্যামুয়েলের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, পর্দায় সেটাও দেখিয়েছেন নির্মাতা।
আরও পড়ুন: আমার বিয়ে নিয়ে কিছু মনে হয় না : সাফা কবির
সিনেমার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নিকোল কিডম্যান বলেন, ‘অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় আমার কাজের অংশ। পর্দায় অভিনয় নিয়ে আমার কোনো সংকোচ নেই। সিনেমাটির গল্প আমার দারুণ পছন্দ হয়েছে।’ ২০২৩ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছিল বেবিগার্ল-এর শুটিং। শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। গত ৩০শে আগস্ট ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রিমিয়ারের পর প্রশংসিত হয়। পরে ১০ই সেপ্টেম্বর প্রদর্শিত হয় ৪৯তম টরন্টো চলচ্চিত্র উৎসবে।
এসি/ আইকেজে