মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডোনাল্ড ট্রাম্পের ৩৫ শতাংশ শুল্ক আরোপ প্রসঙ্গে যা বলছে বিজিএমইএ *** সাবেক ৮ সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল *** তীব্র গরমে গ্রিসে বন্ধ হলো অ্যাক্রোপলিস, সতর্কতা ইউরোপজুড়ে *** কুশলের সেঞ্চুরি, বাংলাদেশের সামনে লক্ষ্য ২৮৬ *** এক কার্গো এলএনজি ও ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার *** ইরান থেকে দ্বিতীয় দফায় দেশে ফিরলেন ৩২ নাগরিক *** ইরানের ৩০০ কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধবিমান *** ব্রাজিল বিশ্বকাপে খেলার যে সমীকরণ বাংলাদেশের সামনে *** ইংল্যান্ডে দরিদ্র এলাকার শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো করছে *** যুদ্ধবিরতির মধ্যে চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান

ডু প্লেসির এক সেঞ্চুরিতে দুই বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফাফ ডু প্লেসিকে দেখে কেউ বলতে পারবেন না তিনি ফুরিয়ে যাওয়ার পথে। বরং দিন যতই গড়াচ্ছে, ততই তার পারফরম্যান্সের ঔজ্জ্বল্য বাড়ছে। সপ্তাহ দুয়েক পরেই ৪১তম জন্মদিনের কেক কাটবেন ডু প্লেসি। আজ সোমবার এক সেঞ্চুরিতেই গড়েছেন তিন রেকর্ড; এর মধ্যে দুটি আবার বিশ্ব রেকর্ড! খবর ইন্ডিয়া টুডের।

আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) আজ এমআই নিউইয়র্কের বিপক্ষে ৫ চার ও ৯ ছক্কায় ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টেক্সাস সুপার কিংস অধিনায়ক ডু প্লেসি।

নিউইয়র্ককে ৩৯ রানে হারিয়ে আসরের প্লে-অফ পর্বে জায়গা করে নেয় টেক্সাস। এ ইনিংসটির মধ্য দিয়ে ডু প্লেসি হয়ে গেছেন টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান, ৪০ বছর পেরিয়ে যার একাধিক সেঞ্চুরি আছে। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়কের বর্তমান বয়স ৪০ বছর ৩৫২ দিন।

আগের সেঞ্চুরিটা তিনি করেছিলেন এমএলসিতেই, গত ২০ জুন একই ভেন্যুতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। তখন তাঁর বয়স ছিল ৪০ বছর ৩৪৩ দিন। ডু প্লেসি এর আগের সেঞ্চুরিও করেছেন এমএলসিতে। তবে সেটি গত বছর ৮ জুলাই মরিসভিলে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে, ৪০তম জন্মদিনের মাত্র ৪ দিন আগে। 

পরিসংখ্যান অনুযায়ী, বয়স ৪০ হওয়ার পর টি-টোয়েন্টিতে সেঞ্চুরি আছে মাত্র পাঁচজন ব্যাটসম্যানের। ডু প্লেসি ছাড়া অন্য চারজন ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক পল কলিংউড, তার স্বদেশি গ্রায়েম হিক, আফগানিস্তানের ইমরান জানাত ও পাকিস্তানের জুবাইর আহমেদ। ৪০ পেরিয়ে এ চারজন একটি করে সেঞ্চুরি করেছেন।

এদিকে ডু প্লেসি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরিরও বিশ্ব রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ ২০০তম বারের মতো ব্যাটিংয়ে নেমে তিনি অষ্টমবারের মতো তিন অঙ্ক ছুঁয়েছেন। এর মধ্য দিয়ে ভেঙেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার ও পাকিস্তানের বাবর আজমের রেকর্ড।

আর ক্লিঙ্গার-বাবর দুজনেরই টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সাতটি করে সেঞ্চুরি আছে। মজার ব্যাপার হলো, ডু প্লেসি স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরিই করেছেন আটটি, যার মানে সব কটি সেঞ্চুরিই করেছেন দলকে নেতৃত্ব দিতে নেমে।

তবে এখানেই শেষ নয়। ডু প্লেসি এখন এককভাবে এমএলসি ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। আমেরিকার এ লিগে আজকের সেঞ্চুরিটা তার তৃতীয়।

আরএইচ/

ফাফ ডু প্লেসি ডু প্লেসির বিশ্ব রেকর্ড ৪০ পেরিয়ে টি-২০ সেঞ্চুরি অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান ডু প্লেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন