শনিবার, ৪ঠা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক কটাক্ষের শিকার ইয়াশ রোহান, পাশে মেহজাবীন, আরশরা *** দেশের পতাকা নিয়ে গাজামুখী ‘মিডিয়া ফ্লোটিলায়’ শহিদুল আলম *** বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি, থানায় জিডি *** ইহুদি উপাসনালয়ে হামলাকারী জিহাদ সম্পর্কে যা জানা গেল *** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী

যে কারণে সৌরভের ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা ও স্বস্তিকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাণ্ড প্রসঙ্গে মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। শুধু তাই নয়, সৌরভের ওপর ক্ষেপেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবং স্বস্তিকা মুখার্জিও।

ভারতীয় সংবাদমাধ্যমর প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতায় সরকারি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। নিজ কর্মস্থলে নিরাপত্তা না থাকায় এ ঘটনা ঝড় তুলেছে ভারতীয় নাগরিক ও টালিপাড়ার তারকাদের হৃদয়ে।

এ ঘটনার প্রতিবাদে যখন উত্তাল সারা ভারত, তখনই নিজের মতামত জানান সৌরভ গাঙ্গুলি। সংবাদমাধ্যমে সৌরভ বলেন, একটা ঘটনার ওপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে। এমনকি গোটা ভারতেও মেয়েদের নিরাপত্তা রয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর যে কোনও জায়গায় হতে পারে। তবে এ ঘটনা কড়া হাতে মোকাবিলা করতে হবে।

সৌরভের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেন শ্রীলেখা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা হিসেবে যে আসনে বসিয়েছেন; তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!’

 আরও পড়ুন: শেখ হাসিনার চরিত্রে অভিনয় থেকে সরে গেলেন অপু বিশ্বাস

শ্রীলেখা আরও বলেন, ‘তারা বলছে, পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তারা মানুষ বলার যোগ্য নয়। তাদের টেনে নামিয়ে আনো নিচে।’

 শ্রীলেখার পর সোশ্যাল মিডিয়ায় সৌরভকে নিয়ে ক্ষোভ ঝাড়েন স্বস্তিকাও। শনিবার (১৭ই আগস্ট) অভিনেত্রী লেখেন, ‘আমি কোনোদিন দাদাগিরিতে যাইনি; যাওয়া হয়নি। আর কোনোদিন যাব না। অ্যাকসিডেন্টালি যাব না -- সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ এবং খুন কোনও দুর্ঘটনা নয়; এটা কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আর আমাদের সুন্দর দেশে কোনো বয়সের মেয়েরাই সেফ নয়; কোনো রাজ্যেই নয়। এই দুই কাজ - রেপ এবং খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে, তারা ইচ্ছে করে করেছে/করে; জেনেবুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।’

সূত্র:হিন্দুস্তান টাইমস 

এসি/ আই.কে.জে/

সৌরভ শ্রীলেখা-স্বস্তিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250