মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

প্রেসিডেন্ট নির্বাচন স্টেডিয়াম-রেস্তোরাঁতেও ভোটকেন্দ্র!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ২১তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণে এক অভূতপূর্ব চিত্র দেখা যাচ্ছে। দেশটির বিভিন্ন অঞ্চলে চিরাচরিত ভোটকেন্দ্রের বাইরেও বেসবল স্টেডিয়াম, বারবিকিউ রেস্তোরাঁ এবং গাড়ি বিক্রির শোরুমের মতো বিচিত্র স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। খবর বিবিসির।

দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আজ মঙ্গলবার (৩রা জুন) স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১১ টা) ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা গত ২০২২ সালের নির্বাচনের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগাম ভোটের হার কম হওয়ায় চূড়ান্ত ভোটদানের শতাংশ কিছুটা কম হতে পারে। 

তবে বিকেল ৪টা পর্যন্ত ভোটদানের হার ৭১ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতির ইঙ্গিত মিলেছে। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের (এনইসি) তথ্য অনুযায়ী, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক—৪ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৮৭১ জন—ভোটার নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে ২ লাখ ৫৮ হাজার ২৫৪ জন প্রবাসী ভোটার। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে এবার ১ লাখ ৯৪ হাজার ১৭৯ জন বেশি যোগ্য ভোটার রয়েছেন।

দেশের জনসংখ্যা কমলেও বয়স্ক জনগোষ্ঠীর কারণে যোগ্য ভোটারের সংখ্যা বেড়েছে। এবারের নির্বাচনে ৫০-এর কোঠায় থাকা ভোটারদের সংখ্যা সর্বাধিক–৮৬ লাখ ৮৩ হাজার ৩৬৯ জন, যা মোট ভোটারের ১৯ দশমিক ৬ শতাংশ। এরপরে রয়েছে ৬০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.৭ শতাংশ), ৪০-এর কোঠায় থাকা ভোটাররা (১৭.২ শতাংশ) এবং ৭০ বা তার বেশি বয়সের ভোটাররা (১৫.৪ শতাংশ)।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইউনহাপ জানিয়েছে, দেশজুড়ে হাজার হাজার ভোটকেন্দ্রে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোরীয় ন্যাশনাল পুলিশ এজেন্সি (কেএনপিএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে ২৮ হাজার ৯৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। 

কর্তৃপক্ষ নতুন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ জরুরি নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখবে, যার অর্থ সব পুলিশ কর্মীকে প্রয়োজনে প্রস্তুত রাখা হবে। উল্লেখ্য, ২০২২ সালের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে মোট ভোটদানের হার ছিল ৭৭ শতাংশ।

এইচ.এস/


দক্ষিণ কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন