সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

আজ প্রচারে আসছে আফজাল-মৌ অভিনীত ‘কোনো একদিন’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১২ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

২০২২ সালে চয়নিকা চৌধুরীর একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ। এবার ঈদে আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তারা। আজ প্রচারে আসছে আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ অভিনীত ঈদের বিশেষ নাটক ‘কোনো একদিন’। 

নাটকটি রচনা করেছেন ফারিয়া হোসেন, পরিচালনায় চয়নিকা চৌধুরী। আফজাল ও মৌ অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। আজ বৃহস্পতিবার (১২ই জুন) রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে নাটকটি।

গল্পে দেখা যাবে, পারভেজ আহমেদ দেশের একজন নামকরা ব্যবসায়ী। কিছুদিন আগে তার ক্যানসার ধরা পড়ে। মনের জোরে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং বাসায় থেকে ব্যবসা দেখছেন। ব্যবসার কাজে সহযোগিতার জন্য নতুন একজন লোক নেওয়ার সিদ্ধান্ত নেন পারভেজ। চাকরির ইন্টারভিউ দিতে আসেন সূর্য নামের এক তরুণ। তার বায়োডাটা দেখে চমকে ওঠেন পারভেজ আহমেদ।

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা একেবারেই ফ্যামিলি ড্রামা। আবেগের গল্প। যারা সুন্দর গল্পের নাটক দেখতে পছন্দ করেন, নাটকটি তাদের ভালো লাগবে। এর গল্প দর্শকদের চোখ ভেজাবে বলতে পারি।’

আফজাল ও মৌ প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘এখনো আফজাল হোসেন সেই একই রকম নিয়মানুবর্তিতা মেনে চলেন। মৌকে নিয়ে নতুন করে বলার নেই, দারুণ ডেডিকেটেড একজন অভিনেত্রী। দুজনেই অনটাইমে শুটিংয়ে এসেছেন। সময়ের আগে শুটিং শেষ হয়েছে এবং তাদেরকে ডিরেকশন দেওয়ার প্রয়োজন হয় না। এত সুন্দর করে কাজ করেন, মুগ্ধ হয়ে যাওয়ার মতো।’

কোনো একদিন নাটকে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি ও তন্নী তৃণা। প্রযোজনা করেছেন জামাল হোসেন।

এইচ.এস/

নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন