ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। অভিনয়ের পাশাপাশি নাচের দারুণ পারদর্শী তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে মুম্বাইয়ের শোবিজ অঙ্গনে নাচের বিচারক হিসেবেও দখল করেছেন চেয়ার। মরোক্কান-কানাডিয়ান সুন্দরী বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।
এ তালিকায় রয়েছে ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’র মতো হিট গান। তবে যে গান দিয়ে নোরার পরিচিতি, সেই ‘দিলবার’ গান নিয়েই অভিনেত্রীর রয়েছে এক তিক্ত অভিজ্ঞতা।
সত্যমেব জয়তে’ সিনেমার গান ‘দিলবার’-এ নোরা ফাতেহির নাচ রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিল। অভিনেত্রীর নাচে কুপোকাত হয়েছিলেন অনুরাগীরা।
কিন্তু প্রথম দিকে একেবারেই এই গানের সঙ্গে নাচতে রাজি হননি নোরা। তাকে নাকি এই গানের সঙ্গে নাচের জন্য খুব ছোট ও চাপা একটি ব্লাউজ় পরতে বলা হয়েছিল! যা তিনি পরতে রাজি হননি।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নোরা বলেন, “আমাকে ব্লাউজ়টা দেখানোর পরেই আমি কাজটা থেকে সরে আসতে চেয়েছিলাম। ব্লাউজ়টা খুবই ছোট ও চাপা ছিল। বলে দিয়েছিলাম, আমি এই কাজ করতে পারবো না। জোর করে যৌন আবেদন আনতে বলবেন না আমাকে। বুঝতে পেরেছি, এই গানে যৌন আবেদন রয়েছে। তবে আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই যৌন আবেদন রয়েছে। সেটাকে অশ্লীল রূপ দেওয়ার চেষ্টা করবেন না।”
নোরার আপত্তিতে বদলানো হয় ব্লাউজ। যেটি ছিল আগের চেয়ে তুলনামূলক বড়। এরকম উল্লেখ করে বলেন, “এই পোশাকটি দেখেও অনেকেই যৌন আবেদন খুঁজে পেয়েছেন। তবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। আমার কাছে সেটাই বড় কথা। আগে যে ব্লাউজ়টা দেওয়া হয়েছিল, সেটা পরতে পারতাম না।”
গানটির সঙ্গে জড়িয়ে আছে নোরার বঞ্চনার গল্প। ‘দিলবার’ তাকে জনপ্রিয়তা এনে দিলেও ঘটেনি অর্থযোগ। পারিশ্রমিক চাইলে পরিচালক উল্টো শুনিয়েছিলেন কথা। অর্থের জন্য পাগল না হয়ে নিজেকে প্রমাণ করার পরামর্শ দিয়েছিলেন।
ওআ/কেবি
নোরা ফাতেহি
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন