বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

ট্রাম্পের শুল্ক ছাড়ে স্বস্তি ভারতীয় কৃষকদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক ছাড় ভারতীয় কৃষিপণ্যের রফতানিতে স্বস্তি এনে দিতে পারে। ভোক্তা বাজারে মূল্যবৃদ্ধির চাপ বাড়ায় যুক্তরাষ্ট্র ২০০-এর বেশি খাদ্যপণ্যে আরোপিত শুল্ক প্রত্যাহার করেছে—যার সুফল পাবে ভারতের চা, কফি, মসলা, কাজুবাদামসহ প্রায় আড়াই থেকে ৩ বিলিয়ন ডলারের রফতানি। খবর রয়টার্সের।

ইউরোপীয় ইউনিয়ন ও ভিয়েতনামের তুলনায় ভারতীয় রফতানিকারকেরা ৫০ শতাংশ পর্যন্ত শুল্কে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন, বিশেষত আগস্টের শেষে রাশিয়ান তেল আমদানির ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের পর। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস (ফিও) এর মহাপরিচালক অজয় সাহাই বলছেন, শুল্ক ছাড় উচ্চমানের ও মূল্যসংযোজন পণ্যের জন্য নতুন বাজার খুলে দেবে।

সরকারি কর্মকর্তারা মনে করছেন, এ সিদ্ধান্ত ভারত–মার্কিন বাণিজ্য আলোচনার জন্য ইতিবাচক সংকেত এবং সাম্প্রতিক শুল্কবৃদ্ধিতে যে চাপ তৈরি হয়েছিল, তা কিছুটা কমাবে। শুল্ক বৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ভারতীয় রফতানি ১২ শতাংশ কমে ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ছিল।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করেন, মশলা এবং কিছু বিশেষ উদ্যানজাত পণ্যে ভারতের অবস্থান সামান্য শক্তিশালী হবে এবং শুল্ক বৃদ্ধির পর হারানো চাহিদা আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে।

তবে রফতানিকারকেরা সতর্ক করে বলছেন, উচ্চ ভাড়া খরচ, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার তীব্র প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের কঠোর মান নিয়ন্ত্রণের কারণে সম্ভাব্য লাভ সীমিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভারতের উপস্থিতি টমেটো, সিট্রাস, তরমুজ, কলা ও ফলের রসের মতো পণ্যে সীমিত থাকায় সামগ্রিক লাভ খুব বড় হবে না। লাতিন আমেরিকা, আফ্রিকা ও আসিয়ান দেশগুলো বেশি সুবিধা পেতে পারে।

জে.এস/

ভারতীয় কৃষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250