বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’ *** নতুন মার্কিন নীতি বাংলাদেশের উপর যে প্রভাব ফেলবে *** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে

আসামি ছাড়ার অভিযোগে এসআইকে কান ধরানোর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত বাসচালককে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। পরে তাকে কান ধরিয়ে দাঁড় করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার (২৫শে জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা পল্লাপুকুর এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম জহিরুল ইসলাম। তিনি বেলপুকুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

ওই ভিডিওতে অভিযোগ করা হয়, জহিরুল ইসলাম ঘুষের বিনিময়ে দুর্ঘটনার জন্য দায়ী বাসচালককে ছেড়ে দিয়েছেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) একই ঘরে অবরুদ্ধ করে রাখা হয়।

গতকাল বিকেলে পুঠিয়ার দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম (২৩) নামের একজন নিহত হন। 

তিনি রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

আহত অবস্থায় আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা এনামুল হক (৪৫) ও রাজশাহী নগরের কর্ণহার থানার ধর্মহাটা এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার (৩০)।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে এসআই জহিরুল ইসলামকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। সেখানে থানার ওসিকেও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এসআই জহিরুলকে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এটা বেলপুকুর থানার পুলিশ। কান ধরে দাঁড়ায়ে আছে, জনগণের কাছে কট। গাড়ির ড্রাইভারেক ছেড়ে দিয়েছে। পল্লাপুকুরে দুই থেকে তিনজন স্পট ডেথ (ঘটনাস্থলে নিহত)। ...একটা মজার বিষয় দেখেন, দায়িত্ব এমন একটা জিনিস—যদি ভালোভাবে পালন না করে তাহলে এমন পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হবে। ...সবাই বলছে, ঘুষখোর টাকা খেয়ে ড্রাইভারকে ছেড়ে দিসে...। এটা ঘুষ খাওয়ার পরিণতি।’

পরে রাত সাড়ে আটটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন। এরপর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ধরেননি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, দুর্ঘটনার পর পর বাস চালিয়ে প্রায় ৩ কিলোমিটার দূরের একটি সিএনজি ফিলিং স্টেশনে যান চালক। সেখানে বাসটি রেখে পালিয়ে যান। খবর পেয়ে ওসিসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত লোকজনের মধ্য থেকে গুজব ছড়ানো হয়। তারা উত্তেজিত হয়ে ওসি ও এসআইয়ের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরিসহ সরকারি কাজে বাধা দেন। সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250