বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

চট্টগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত বরিশালের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফ পর্বের প্রথম ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। এলিমিনেটর ম্যাচের এই খেলায় টসে হেরে আগে ব্যাট করতে নেমে বরিশাল বোলারদের বোলিং তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি বন্দরনগরীর দলটি, জশ ব্রাউনের ৩৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান করে শুভাগত হোমের দল। 

জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল এবং কাইল মায়ার্সের জোড়া ফিফটির সুবাদে ৩১ বল হাতে রেখেই ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে ফরচুন বরিশাল। 

চট্টগ্রামের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সোমবার (২৬শে ফেব্রুয়ারি) শুরুটা ভালো হয়নি বরিশালের। ইনিংসের দ্বিতীয় বলেই রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী হন সৌম্য সরকার, সাজঘরে ফিরেন ০ রানেই। এরপর ক্রিজে তামিমের সঙ্গী হন কাইল মায়ার্স।

শুরুতেই এক উইকেট হারালেও তামিম-মায়ার্স জুটিতে দশ ওভার শেষ না হতেই আজ জয়ের ভিত পেয়ে যায় বরিশাল। এ দুজন মিলে আজ চড়াও হয়েছিলেন বন্দরনগরীর দলটির বোলারদের উপর। দুজন মিলে সমানতালে ঘুরিয়েছেন রানের চাকা। ৫ ছয় আর ৩ চারে ২৫ বলেই অর্ধশতক পূর্ন করেন মায়ার্স।

তবে ফিফটি তুলে নিয়ে পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরেন মায়ার্স। এদিকে মায়ার্স ফিরলেও ব্যাট আজ দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তামিম। দলকে জেতাতে খেলেছেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। মায়ার্স-তামিমের জোড়া ফিফটির সুবাদেই ৩১ বল হাতে রেখে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে বরিশাল। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বরিশাল। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বিদায় নিয়েছেন বন্দরনগরীর দলটির ওপেনার তানজিদ তামিম। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।

আরও পড়ুন: হাসল তামিমের ব্যাট, প্লে অফ নিশ্চিত বরিশালের

এদিকে তানজিদ ফিরলেও আরেক ওপেনার জশ ব্রাউন শুরুর দিকে রানের চাকা ঘুরিয়েছেন। ব্যাট হাতে বরিশাল বোলারদের উপর চড়াও হতে শুরু করেছিলেন তিনি। তবে দলীয় ৩১ রানে ফের উইকেট হারায় চট্টগ্রাম। এবার ম্যাককয়ের বলে মায়ার্সের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন ইমরানুজ্জামান। 

এরপর ক্রিজে ব্রাউনের সঙ্গী হন টম ব্রুস। মাঠে নেমেই এক ছয় এবং এক চারে হাত খুলে খেলার আভাস দিয়েছিলেন ব্রুস। এ দুজন মিলে গড়েছিলেন ১২ বলে ২১ রানের জুটি। তবে ২২ বলে ৩ ছয় আর ২ চারে ৩৪ রান করে দলীয় ৫২ রানে ব্রাউন ফিরলে ভাঙে এ জুটি।

এদিকে ব্রাউন ফেরার পর ব্রুসও নিজের ইনিংস বড় করতে পারেননি, ব্যক্তিগত ১৭ রানে তিনি আউট হন মায়ার্সের বলে ক্যাচ তুলে দিয়ে। এরপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। অধিনায়ক শুভাগত হোম ১৬ বলে ৪ চারে ২৪ রান করে দলীয় ১১০ রানে ফেরার পর শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন মায়ার্স, সাইফুদ্দিন এবং ম্যাককয়।

এসকে/ 

ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250