শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুর্কমেনিস্তানকে ৭ গোল দিয়ে বিরতিতে বাংলাদেশ, ডাকছে রেকর্ড *** বাংলাদেশ সফর এক বছর পেছাল ভারত *** ব্যাংকে জমা রাখা টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: অর্থ উপদেষ্টা *** বিবিসির সম্পাদকীয় নীতির নিয়ন্ত্রণে ‘ইহুদি লবিস্ট’, ৪ শতাধিক সেলিব্রিটির চিঠি *** ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল *** কারবালার বিয়োগান্তক ঘটনা মজলুমদের উদ্দীপ্ত করে: তারেক রহমান *** তিন শূন্য অর্জনে কাজ করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান পরিবেশ উপদেষ্টার *** ভিডিও কলে নারীকে আত্মহত্যায় প্ররোচনা, নতুন আইনে একজনের প্রথম সাজা *** ১৩০ বছর পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখেন দালাই লামা *** জঙ্গি সন্দেহে বাংলাদেশি গ্রেপ্তার, তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে ঢাকা

আমাদের বক্তব্য স্পষ্ট, প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমাদের বক্তব্য স্পষ্ট প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ বুধবার (২৫শে জুন) নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'একটি নির্বাচিত সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয় সে নির্বাচনের বিশ্বস্ততা বাড়বে। যারা নির্বাচিত হবেন তারা দেখাবেন যে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে। গত ১৬-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি সেই কারণে জাতীয় নির্বাচন আগে হওয়া বাঞ্ছনীয় এ বিষয়ে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট।'

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ আইনের শাসন প্রত্যাশা করে। আপনারা দৃষ্টান্ত রেখে যাবেন যাতে করে নির্বাচিত সরকার আসলে আপনাদের ভালো দৃষ্টান্তগুলো চিহ্নিত করে আরো ভালো কিছু করার চেষ্টা করে। কেন এই সময়ে এসে এত খুন-জখম-ডাকাতি, চুরি হত্যাকাণ্ড ঘটবে। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি তৎপর হতে হবে। বলা হচ্ছে পুলিশের মধ্যে এখনো আস্থা ফিরে আসেনি, কেন আস্থা ফিরবে না?' 

রিজভী বলেন, '২৪ এর জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি যখন ছাত্র জনতা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তখন তিনি দলের সব নেতা-কর্মীকে নির্দেশ দিয়েছেন তাদের সঙ্গে আন্দোলনে সক্রিয় থাকার জন্য। এ আন্দোলনে আমাদের ছাত্রদলের অনেক নেতা-কর্মী বিএনপির সমর্থক অনেকেই আত্মাহুতি দিয়েছেন গণতন্ত্রকে ফেরানোর জন্য।'

তিনি আরও বলেন, '৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত নানা কারণে ১৭৭ জন মানুষের হত্যাকাণ্ড ঘটেছে। যারাই এ সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা যে দলেরই হোক না কেন সরকারের উচিত আইনের মাধ্যমে তাদেরকে বিচার করা। কোনো পার্টির রং না দেখে কারা অপরাধ করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় বিচার করবে।'

আজকের ওই অনুষ্ঠানে বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মোস্তফা-ই জামান সেলিম প্রমুখ।

আরএইচ 

রুহুল কবির রিজভী জাতীয় সংসদ নির্বাচন বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন