বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

বিক্ষোভে গ্রেপ্তার ৪ সাংবাদিককে খালাস দিলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইস্তাম্বুলে গত মার্চ মাসে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়া চার সাংবাদিককে খালাস দিয়েছেন তুরস্কের একটি আদালত। তাদের মধ্যে এএফপি’র আলোকচিত্রী ইয়াসিন আকগুলও রয়েছেন। মামলাটি সংবাদমাধ্যমের স্বাধীনতা পর্যবেক্ষক সংস্থার তীব্র নিন্দার মুখে পড়েছিল। ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গ্রেপ্তার চারজনই আলোকচিত্রী ছিলেন। ইস্তাম্বুলের প্রভাবশালী বিরোধী দলীয় মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর শুরু হওয়া ব্যাপক বিক্ষোভের সময় এক অভিযানে তারা গ্রেপ্তার হন। ইমামোগলু দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা হাজারো বিক্ষোভকারীর মতোই বিক্ষোভ ও জনসমাবেশ সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। আদালতের রায়ে বিচারক বলেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর কোনো দৃঢ় ভিত্তি নেই।

চারজনের মধ্যে একমাত্র আকগুল আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। অন্য তিনজন তুর্কি সম্প্রচারক নাও হাবের-এর আলি অনুর তোসুন এবং ফ্রিল্যান্সার বুলেন্ট কিলিচ ও জেইনেপ কুরায়। এএফপি আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা এর আগে বারবার আকগুলের মুক্তি দাবি করেছিল।

এএফপি-এর বৈশ্বিক সংবাদ পরিচালক ফিল চেটউইন্ড বলেন, ইয়াসিন আকগুল ও তার সহকর্মীদের মুক্তি পাওয়াকে এএফপি স্বাগত জানায়। ইস্তাম্বুলের রাস্তায় কাজ করা ফটোগ্রাফারদের বিরুদ্ধে এ মামলা দেওয়া কোনোভাবেই উচিত হয়নি।

তিনি আরো বলেন, সাংবাদিকদের অবশ্যই বাধাহীনভাবে বিক্ষোভ ও প্রতিবাদের সংবাদ সংগ্রহের সুযোগ দিতে হবে। গণমাধ্যম অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

আরএসএফ-এর অ্যারল ওন্দেরোগলু এএফপিকে বলেন, সাংবাদিকদের মুক্তি স্বস্তি দিয়েছে, তবে এটি দেখিয়েছে যে—তাদের গ্রেপ্তার ছিল স্বেচ্ছাচারিতা। তিনি বলেন, জনগণের সংবাদ জানার অধিকার বাধাগ্রস্ত করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

জে.এস/

সাংবাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250