শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার *** জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’ *** টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ *** ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত *** দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স *** মাহফুজদের খুশি করতে গণভোট কিনা, ‘সন্দেহ’ রেহমান সোবহানের *** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’

এশিয়ার সেরা ২০ সিনেমার তালিকায় তিন বাংলাদেশি চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৬

#

‘বালুর নগরীতে’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্র জগতের সফলতায় যুক্ত হলো নতুন পালক। চলচ্চিত্রবিষয়ক ওয়েবসাইট এশিয়ান মুভি পালস প্রকাশিত ‘২০২৫ সালে এশিয়ার সেরা ২০ সিনেমা’ তালিকায় এবার জায়গা পেল দেশীয় তিন সিনেমা।

এই তালিকার ৫ নম্বরে রয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘বালুর নগরীতে’, ১৭ নম্বরে সৌমিত্র দস্তিদারের ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ এবং ১৯ নম্বরে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ স্থান পেয়েছে। 

এই ওয়েবসাইটটি ২০১৯ সাল থেকে নিয়মিত এশিয়ার সেরা সিনেমার তালিকা প্রকাশ করে আসছে। 

প্রতিবেদনে সমকালীন এশীয় সিনেমা নিয়ে বলা হয়েছে, এ অঞ্চলটির সিনেমা দিন দিন আরও শক্ত অবস্থান তৈরি করছে। একসময় যেসব দেশ সিনেমার দৌড়ে পিছিয়ে ছিল, তারা এখন শৈল্পিক ও সাহসী নির্মাণে এগিয়ে আসছে। ইতিহাস, স্মৃতি এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রশ্নগুলো নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হচ্ছে, যা আন্তর্জাতিক পরিসরে তুলনামূলক কিছুটা বিরল বলা যায়। 

সেরা ২০ সিনেমার তালিকার পঞ্চম স্থানে উঠে আসা বাংলাদেশের ‘বালুর নগরীতে’ প্রসঙ্গে এশিয়ান মুভি পালস তাদের প্রতিবেদনে লিখেছে, এটি একটি ছোট পরিসরের অথচ দুর্লভ আর্টহাউস রত্ন—যার ছন্দ মসৃণ, গতি শান্ত এবং আবহ গভীর। সিনেমাটির কেন্দ্রীয় এমা চরিত্রে অভিনয় করেছেন ভিক্টোরিয়া চাকমা।  ২০২৫ সালে সিনেমাটি চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভেরি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে। 

তালিকার ১৭ নম্বরে থাকা বাংলাদেশি সিনেমা ‘জুলাই ৩৬: রাষ্ট্র বনাম নাগরিক’ সম্পর্কে প্রতিবেদনে এশিয়ান মুভি পালস জানায়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধের দলিল—যা ইতিহাসকে পুনরুদ্ধার করে সাহসী কণ্ঠগুলোকে সামনে নিয়ে আসে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন সৌমিত্র দস্তিদার। 

আর ১৯ নম্বরে থাকা ‘২ষ’ সিনেমাটি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি অসাধারণ গল্পের মাধ্যমে ছবিটি দর্শককে মুগ্ধ করে। কিছু দুর্বলতা থাকলেও এটি একটি প্রশংসনীয় অ্যানথোলজি। 

এদিকে এ তালিকার শীর্ষে রয়েছে ২০২৫ সালের কান উৎসবে স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’। এটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। কারাগারে নির্যাতিত এক ব্যক্তির প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে নির্মিত ছবিটি আন্তর্জাতিক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। 

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের ‘ইরকালা: ড্রিমস অব গিলগামেশ’ শিরোনামের সিনেমাটি। আর তৃতীয় স্থানে ‘কাটিং থ্রো রকস’ শিরোনামের আরেকটি ইরানি সিনেমা জায়গা পেয়েছে। 

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: নিশো-পুতুল সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা সিনেমা ‘সাঁতাও’

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ: নাইকোকে ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

🕒 প্রকাশ: ০১:৫৫ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

দাম্পত্য সম্পর্কে যৌনমিলনের ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

Footer Up 970x250