রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের কাছে জীবনের মানে কী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

জীবন নানান মাত্রিক অভিজ্ঞতায় পরিপূর্ণ থাকবে এটাই স্বাভাবিক। দীর্ঘ পথ চলায় অনেক শিক্ষা নিয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। এভাবেই একটু একটু করে মহাতারকা আর বলিউড শাহেন শাহতে পরিণত হয়েছেন তিনি। 

জীবনে অনেক জায়গা থেকে শিক্ষা পেলেও তার বাবা হরিবংশ রায় বচ্চনের কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন তা প্রতি মুহূর্তে মনে করেন তিনি। বাবার কাছ থেকে পাওয়া শিক্ষাকে জীবন চলার সেরা পাথেয় মনে করেন এ তারকা। সে কথা মাঝেমধ্যে অমিতাভ তার ভক্ত-অনুরাগীদের মনে করিয়ে দেন।

অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই তিনি জীবনের অনেক স্মৃতির কথা শেয়ার করেন। কখনো কখনো তার বাবার কবিতার লাইন লেখেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে বাবার কাছ থেকে শেখা জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথাও উল্লেখ করেন। এবার অমিতাভ বচ্চন তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জীবন যতক্ষণ, সংঘর্ষ ততক্ষণ।’ এর নিচে তিনি আরও লেখেন, ‘শ্রদ্ধেয় বাবার থেকে শেখা কথা।’ ভক্তরাও অমিতাভের এ কথার অনেক প্রশংসা করছেন।

আরও পড়ুন: সালমান শাহের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মা নীলা চৌধুরী

এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘কল্কি’ সিনেমায় অমিতাভ বচ্চনকে দেখা গেছে। এতে তিনি অচেনা রূপে সবার সামনে ধরা দিয়েছেন। ৮১ বছর বয়সেও এ অভিনেতা পর্দায় এসে অনুরাগীদের মাঝে হইচই ফেলে দিয়েছেন। তিনি অশ্বত্থামা লুকে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। এমন মেকআপ নিতে অনেক পরিশ্রম করতে হয়েছে শাহেন শাহকে। জানা গেছে, এমন মেকআপ নিতে অমিতাভকে একটানা ১০ ঘণ্টার বেশি বসে থাকতে হয়েছে।

সিনেমায় অভিনয় ছাড়াও অমিতাভ বচ্চন ‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। শুধু চলচ্চিত্র দুনিয়াতে নয়, রিয়েলিটি শোতেও তিনি মহাতারকার জ্যোতি ছড়িয়ে যাচ্ছেন।

এসি/ আই.কে.জে/

অমিতাভ বচ্চন বলিউড শাহেন শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন