মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওয়ারীতে জনপ্রতিরোধে বাঁচল কিশোরের প্রাণ *** মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি, বিএনপির কারো নয়: মির্জা আব্বাস *** লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন: মির্জা ফখরুল *** ফিল্ম ফেডারেশনের সভাপতি মসিহউদ্দিন শাকের *** এ সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল *** আগামী বছরের হজের রোডম্যাপ প্রকাশ সৌদি আরবের *** ৩৫ শতাংশ শুল্ক নিয়ে তৃতীয় দফায় আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ *** পাকিস্তানে ইমরান খানের দলের ভাগ্য নির্ধারণ ৯০ দিন পর! *** গণ-অভ্যুত্থানে নারীদের অবদানকে যেন প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি: আলী রীয়াজ *** দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি, দাবি প্রেস উইংয়ের

বস্তায় আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বস্তায় আদা চাষ করে জনপ্রিয়তার পাশাপাশি স্বাবলম্বী হচ্ছেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কৃষকরা। তাছাড়া আদা বাজারে বিক্রি করে সংসারে বাড়তি আয়ের সুযোগও সৃষ্টি হয়েছে।

পাঁচবিবি উপজেলার কৃষকরা বস্তায় আদা চাষ করে লাভবান হচ্ছেন। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন । ফলে বস্তায় আদা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ওই উপজেলায়। পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের দরগাপাড়া গ্রামের কৃষক মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, বাড়ির পাশে বাঁশঝাড়ের মধ্যে পরিত্যক্ত স্থানে এবার ২২০ বস্তায় আদা চাষ করেছেন। 

তিনি বলেন, স্থানীয় কৃষি বিভাগের দেওয়া পরামর্শ ও কারিগরি সহায়তায় বস্তায় ওই আদা চাষ করছেন। পরিত্যক্ত স্থানে তার আদা চাষ দেখে পাশের অন্যান্য কৃষকরাও তাদের বাঁশঝাড়ের পরিত্যক্ত স্থানে আদা চাষ শুরু করেছেন।

মাহমুদুল হাসান জানান, প্রথমে তিনি মাটির সাথে গোবর, বালি ও ফিউরাডন ভালোভাবে মিশিয়ে বস্তায় ভরে নিয়েছেন। প্রতি বস্তায় ৪টি করে অঙ্কুরিত আদার টুকরা করা কন্দ বপন করেন। এভাবে তিনি ২২০ বস্তায়  অঙ্কুরিত আদার টুকরা বপন করেছেন। প্রতি বস্তা থেকে দুই কেজি করে আদা পেলে মোট  ৪৪০ কেজি আদা পাওয়া যাবে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে মন্তব্য করেন তিনি। অল্প সময়ের ফসল হিসেবে বেশ লাভজনক হওয়ায় আগামী বছর তিনি এক হাজার বস্তায় আদা চাষ করার পরিকল্পনা করছেন বলে জানান মাহমুদুল। 

আরও পড়ুন: টবে যেভাবে চাষ করবেন ঢেঁড়

পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চাষি আমানুল্লা খান এবার পুকুরপাড়ে ১০ বস্তায় পরিক্ষামূলক ভাবে আদা চাষ করে সফলতা পেয়েছেন বলেও জানান তিনি। 

পাঁচবিবি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান গণমাধ্যমকে বলেন, পাঁচবিবি উপজেলার ৮ ইউনিয়নেই কমবেশি বস্তায় আদা চাষ হচ্ছে। উপজেলায় প্রায় ৩০০০ বস্তায় এবার পরিক্ষামূলকভাবে আদা চাষ করছেন কৃষকরা। এতে সময় লাগে ১০-১২ মাস। আবার বেশ লাভজনক হওয়ায় বস্তায় আদা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংসারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত আদা বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব হচ্ছে বলেও জানান, উপজেলার  এই কৃষি কর্মকর্তা।

এসি/কেবি


কৃষক আদা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন