বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

স্ত্রীকে খুন করে কাঁদতে কাঁদতে থানায় হাজির স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে স্ত্রীকে খুন করে কাঁদতে কাঁদতে থানায় এসে নিজের অপরাধ স্বীকার করেছেন এক তরুণ। গতকাল শনিবার (১৭ই জানুয়ারি) সকালে রাজ্যের কানপুরে এ ঘটনা ঘটে। এ সময় মহারাজপুর থানায় হইচই পড়ে যায়। ওই তরুণ পুলিশ পরিদর্শককে বলেন, ‘স্যার…আমি আমার স্ত্রীকে গলা টিপে হত্যা করেছি। তার দেহ কম্বলে মুড়িয়ে বাড়িতে রাখা হয়েছে।’ খবর এনডিটিভির।

ওই তরুণের নাম শচীন (২২)। তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তার ভাষ্য, হত্যার পর চার ঘণ্টা শহরে ঘুরেছেন। পালানোর কথাও ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত থানায় আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।

পরে পুলিশ শচীনকে আটক করে। এরপর ঘটনাস্থল থেকে তার স্ত্রী শ্বেতার মরদেহ উদ্ধার করা হয়।

শচীন ও শ্বেতার আসল বাড়ি উত্তর প্রদেশ রাজ্যের ফতেহপুর জেলার মোহনপুর গ্রামে। পরিবারের অমতে আদালতে বিয়ে করার পর তারা সুরাটে চলে যান।

শচীন সেখানে একটি কারখানায় কাজ কাজ নেন। এক মাস পর তারা কানপুরে চলে যান। সেখানে একটি কক্ষ ভাড়া নেন। জীবিকা নির্বাহের জন্য শচীন অটোরিকশা চালানো শুরু করেন।

অবশ্য সন্দেহের জেরে দুজনের সম্পর্কের অবনতি ঘটে। জিজ্ঞাসাবাদে শচীন জানিয়েছেন, তিনি শ্বেতার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেছিলেন। তিনি স্ত্রীর অ্যাকাউন্টে জমা হওয়া অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলতেন। তবে শ্বেতা তার কাছে দাবি করেন, ওই অর্থ তিনি তার দাদির কাছ থেকে পেয়েছেন।

নিজের সন্দেহ যাচাই করতে গত শুক্রবার একটি পরিকল্পনা করেন শচীন। স্ত্রীকে ফোন করে জানান, তিনি বন্ধুদের সঙ্গে পার্টিতে আছেন। রাতে বাড়িতে থাকবেন না।

শচীনের দাবি, তিনি হঠাৎ বাড়িতে ফিরে কক্ষের দরজা খোলা দেখতে পান। এ সময় তার স্ত্রীকে ঘরের মধ্যে স্থানীয় দুই তরুণের সঙ্গে গল্প করতে দেখেন।

এ সময় শচীন ও শ্বেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা জরুরি হেল্পলাইন ১১২–এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে থানায় নিয়ে যায়। পরে পুলিশ দম্পতিকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নিজেদের সমস্যা আলাপ–আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার পরামর্শ দেয়।

কিন্তু বাড়িতে ফেরার পর স্বামী–স্ত্রীর মধ্যে ব্যাপক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শচীন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করেন।

স্ত্রী শ্বেতাকে হত্যার পর শচীন ঘণ্টাঘর এলাকায় পালিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা বসে ছিলেন। তিনি পুলিশকে বলেন, ‘আমি ভেবেছিলাম আমাদের আর কেউ নেই, আমরা একে অপরের জন্য পালিয়ে বিয়ে করেছি। এখন তার আর কেউ নেই, আমারও নেই। তাই আমি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছি।’ ময়নাতদন্তের জন্য শ্বেতার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

জে.এস/

ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250