বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

যেভাবে ফুলদানিতে দীর্ঘদিন ফুল সতেজ রাখাবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঘরের টেবিলের উপর কিংবা জানালার পাশে ফুলদানিতে তাজা ফুল রাখলে ঘরের সৌন্দর্য অনেকটা বেড়ে যায়। আবার ফুলের গন্ধে সারা বাড়ি সুগন্ধে ভরে ওঠে। 

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টাটকা ফুল কিনে আনার দুই দিনের মধ্যেই শুকিয়ে যায়। ফুল তাজা রাখতে সহজ কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

ক. ফুলদানি যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।

 খ. কখনই ফুলের কাণ্ড বেশি ছোটো করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে ফুল দীর্ঘ দিন তাজা থাকবে।

গ. ফুলের মধ্যে মাঝেমাঝে একটু পানি স্প্রে করে নিন। এতে ফুলগুলো তরতাজা থাকবে।

ঘ. লফুলদানির পানির মধ্য়ে অল্প করে লবণ দিন।  এতে অনেক দিন ফুল ভালো থাকবে।

ঙ. ফুলের কাণ্ডের যে অংশটা ফুলদানির পানিতে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে। তা হলে ফুল তাড়াতাড়ি পচে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।

চ. বফুল দীর্ঘদিন তাজা রাখতে, দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার, দুই চামচ চিনি এবং আধা চা চামচ ব্লিচ একসঙ্গে মিশিয়ে ফুলদানিতে ঢেলে দিন। তারপর ফুলদানিতে ফুলগুলি রাখুন। এতে অনেক দিন পর্যন্ত ফুল তাজা থাকবে।

ছ. অন্তত দু'দিন পর পর ফুলদানির পানি পাল্টে ফেলুন। তা না হলে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে।

জ. ফুলের কুঁড়ি দেখে কিনুন। একেবারে ফোটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই তা বেশি দিন তাজা থাকবে না

আরএইচ/


ফুলদানি ফুলের সতেজতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250